Sohini Guha Roy: ‘@ফলোয়ার্স’ (@Followers) এর হাত ধরে বাংলা সিরিজে পা রেখেছেন সোহিনী গুহ রায় (Sohini Guha Roy) । অনেকেই সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবারের পিছনে ইঁদুরের মতো দৌড়াচ্ছেন। যার জেরে হারিয়ে ফেলছে মূল্যবোধ। সোশ্যাল মিডিয়ার (Social Media) যাঁতাকলে মানুষের জীবন যে ঠিক কতটা জেরবার সেই নিয়েই এই সিরিজের গল্প।.ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী। নতুন বছরে তাঁর হাতে একের পর এক কাজ। কখনও বা বেড়াতে গিয়ে ট্রোল হচ্ছেন, আবার কখনও বা দর্শকদের নতুন উপহার দিচ্ছেন। নতুন বছর অভিনেত্রীর ঠিক কেমন কাটছে? কবেই বা তাঁকে আবার ছোট পর্দায় দেখা যাবে? সবটা জানালেন ট্রাইব টিভিকে।
পরিশ্রমে বিশ্বাসী (Sohini Guha Roy)
অভিনেত্রী সোহিনী মনে করেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কাজের ক্ষেত্রে ফলোয়ার্সটা ভীষণ দরকার। তবে খুব বেশি ভাল নয়। এটাও ঠিক, তাঁরা যে যে কাজ করছেন, তার আপডেট সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভালো। তাহলে বিষয়টা বেশি মানুষের কাছে পৌঁছাবে। যদিও অকপটে বলেন, তিনি পরিশ্রমে বিশ্বাসী।
নতুন বছরে কী চান?
নতুন বছর অভিনেত্রীর নতুন ভাবে কাটছে। তিনি নতুন ভাবে দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। টার্গেট রয়েছে, নতুন বছরে তিনি নিজেকে নতুন ভাবে এক্সপ্লোর করবেন। ধারাবাহিক থেকে কয়েক মাস বিরতি নিয়েছিলেন। তারপর আবার কাজে ফিরেছেন ঠিকই, কিন্তু ধারাবাহিকে নয়। এই ছুটির সময় প্রচুর সিনেমা দেখেছেন। একা একা ঘুরতে গিয়েছেন। সোজা কথায়, কয়েক মাস দুর্দান্ত ভাবে ছুটি উপভোগ করে, আবার ফুল এনার্জি নিয়ে ফিরেছেন কাজে। সোহিনী মনে করেন, একা একা ঘুরতে যাওয়ার যে অনুভূতি তা আর কিছুতেই নেই। ছুটিতে নিজের গ্রুমিংয়ের দিকে নজর দিয়েছেন।
আরও পড়ুন: Binodiini: বিনোদিনী দেখে রুক্মিণীর মায়ের চোখে জল, মাকে কীভাবে সামলালেন অভিনেত্রী?
ট্রোল নিয়ে অকপট সোহিনী
নিশ্চয়ই দেখেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটা ছবি নিয়ে ভীষণ ট্রোল হতে হয়েছিল। সেক্ষেত্রে অভিনেত্রীর বক্তব্য, ওই ছবি দেখে তাঁকে অনেকে ভালোবেসেছেন। আবার অনেকে ট্রোল করেছেন। কেউ মজা করেছেন। তবে এটা দেখে তাঁর ভালো লেগেছে যে, একটা ছবিকে মানুষ নানান ভাবে দেখেছে। যারা পছন্দ করার তারা পছন্দ করেছেন। যাদের ভালো লেগেছে তারা প্রচুর ভালো ভালো কমেন্ট করেছেন। অনেকে ফোন করেও সেকথা জানিয়েছেন। আবার যাদের পছন্দ হয়নি, তারা পছন্দ করেনি। সোহিনীর কথায়, “সবার পছন্দ করারটা কি খুব দরকার আছে ? দরকার নেই। জোর করে কাউকে কোনও কিছু পছন্দ করানো যায় না। যে পছন্দ করার সে করবে”।
আরও পড়ুন: Children’s Film Festival 2025: কলকাতায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, থাকছে একাধিক সিনেমা
ছোট পর্দায় কবে ফিরবেন?
এতদিন সোহিনীকে দেখা গিয়েছে চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করতে। ২০২৫ এ কি তাঁকে ছোট পর্দায় দর্শক দেখতে পাবে? এক্ষেত্রে অভিনেত্রীর বক্তব্য, তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে চান। সিরিয়াল করতে চান। সিনেমা করতে চান। আবার সিরিজও করতে চান। বাংলার পাশাপাশি বলিউড এবং সাউথেও ছবি করতে চান। নতুন বছরে তাঁর নানান কাজ আসতে চলেছে। তবে কি কি কাজ, সেটাই দেখার। এই বিষয়ে তিনি বিশদে কিছু বলেননি। আসলে সোহিনী এই বিষয়টা একটু সিক্রেট রাখলেন, হয়ত তাঁর অনুরাগীদের সারপ্রাইজ দেবেন বলে।