ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউড (Tollywood) সুন্দরী শোলাঙ্কি রায় (Solanki Roy)। একটা সময় চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিক থেকে পরিচিতি পেয়েছেন। কিন্তু শোলাঙ্কি এখন আর ধারাবাহিকে ফিরতে চান না। কিন্তু কেন? ভাগ্য নয়, বিশ্বাস করেন পরিশ্রমে। কিন্তু টলিউডে পরিশ্রম করে তাঁর ভাগ্য কি আদৌ বদলাতে পেরেছেন? এই এক গুচ্ছ প্রশ্নের উওর জানিয়েছেন ট্রাইব টিভিকে।
ধারাবাহিকে কেন ফিরতে চান না? (Solanki Roy)
আপাতত অভিনেত্রী চুটিয়ে কাজ করছেন সিনেমা থেকে শুরু করে সিরিজে। এখন তিনি ধারাবাহিকে ফিরতে চান না। সিরিজ আর সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী (Solanki Roy) হিসেবে নিজেকে নানান চরিত্রে এক্সপ্লোর করতে চান। তিনি মনে করেন, ধারাবাহিকের জন্য বহু চরিত্র তিনি হারিয়েছেন। ভালো ভালো চরিত্রে কাজের সুযোগ এসেছিল। কিন্তু করতে পারেননি। আসলে ধারাবাহিকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়। দীর্ঘদিন ধরে কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। প্রতিদিন কাজের একটা ব্যাপার থাকে। তাই তিনি অন্যান্য কাজে সময় দিতে পারতেন না। তাই আপাতত তিনি ধারাবাহিকে ফিরতে চাইছেন না। তবে তা বলে যে তিনি ধারাবাহিককে ভালোবাসেন না, ধারাবাহিককে ভুলে গিয়েছেন, একেবারেই তা নয়। আসলে তিনি নিজেকে নতুন নতুন চরিত্রে দেখতে চাইছেন। নতুন ভাবে কাজ করতে চাইছেন।
ভাগ্য নয়, পরিশ্রমে বিশ্বাসী (Solanki Roy)
সম্প্রতি মুক্তি পেয়েছে, শোলাঙ্কি (Solanki Roy) অভিনীত ‘ভাগ্যলক্ষ্মী’। ভাগ্যলক্ষ্মী প্রসঙ্গে বলেন, সিনেমায় তাদের ভাগ্য বদলায়নি। দর্শকরা তাদের ভাগ্য বদলের জার্নিটা দেখছে। তবে কি শোলাঙ্কি ভাগ্যে বিশ্বাসী? এই প্রশ্নে বলেন, তিনি একেবারেই ভাগ্যে বিশ্বাস করেন না। পরিশ্রমে বিশ্বাস করেন। তাঁর বাবা-মা তাঁকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছেন , পরিশ্রম করতে হবে ৯৫ শতাংশ। আর ভাগ্য কাজ করবে মাত্র ৫ শতাংশ। পরিশ্রম করলেই ভাগ্য বদলে যায়। এমন প্রমাণ তিনি বহুবার পেয়েছেন।
আরও পড়ুন: Saif Ali Khan: ছুরি বিদ্ধ সইফ, গ্রেফতার ৩, কেমন আছেন করিনা?

বই পড়লেই প্রশ্ন কমন
পরীক্ষায় যে বছর পড়াশোনা করেছেন, সে বছর ফলাফল ভালো হয়েছে। ভাগ্যের জোরে কখনই সব প্রশ্ন পরীক্ষার হলে কমন পড়ে না। পুরো বই পড়া থাকলে তবেই সমস্ত প্রশ্ন কমন পড়ে। তবে এটা ঠিক। অনেক সময় এমনও হয়, পরিশ্রমের পর আশানুরূপ ফল পাওয়া যায় না। তখন হয়ত ভাগ্য কিছুটা খারাপ হয়। তবে কিছু না করে ভাগ্যের উপর হাল ছেড়ে দিয়ে বসে থাকা ঠিক নয়। এমনটাই মনে করেন শোলাঙ্কি। আপাতত ২০২৫ নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। নতুন বছরে তাঁর হাতে অনেকগুলো কাজ রয়েছে। সময় সুযোগ করে একটু বেড়াতেও যেতে চান।
আরও পড়ুন: Shraddha Kapoor: শ্রীদেবীর জায়গা নেবেন শ্রদ্ধা কাপুর! পর্দায় ফিরছেন নাগিন হয়ে

‘ভাগ্যলক্ষ্মী’তে সাবলীল অভিনয়
প্রসঙ্গত, ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা সিরিজের অভিনয় করে শোলাঙ্কি বারংবার দর্শকের মন জয় করে নিয়েছেন। প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি মৈনাক ভৌমিক পরিচালিত ‘ভাগ্যলক্ষ্মী’ একটু অন্য ঘরানার ছবি। বাংলায় এই ঘরানার ছবি খুব একটা নেই। ছবিটিতে যেন থ্রিলার কমেডি সব কিছু মাপ মতো বেঁধে দেওয়া হয়েছে। যেখানে এক মধ্যবিত্ত দম্পতির ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়। এখানে শোলাঙ্কির অভিনয় বেশ সাবলীল। ছবিটি দেখে বেশ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।