ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজেই নিজেকে সিঁদুর (Sindoor) পরালেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। না, এটা কোনও ধারাবাহিক, ওয়েব সিরিজ কিংবা সিনেমার দৃশ্য নয়। একদমই বাস্তবের দৃশ্য। কিন্তু অভিনেত্রী হঠাৎ এমন কেন করলেন? তবে কি মনে বিয়ে করার ইচ্ছে জেগেছে? কবেই বা বিয়ের পিঁড়িতে বসবেন তিনি?
দেবী রূপে (Soumitrisha Kundu)
দেবী (Devi) রূপে প্রথম আত্মপ্রকাশ হল সৌমিতৃষার (Soumitrisha Kundu)। লাল টুকটুকে কনের বেশে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন লাল বেনারসি। আর তার সঙ্গে মানানসই সাবেকি গয়না। সাজতে সময় লেগেছিল বেশ কয়েক ঘন্টা। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজের ট্রেলার। সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন টুকটুকে লাল বেনারসি শাড়ি পরে, নতুন বউয়ের বেশে।
না সাজার আফসোস (Soumitrisha Kundu)
সারা সিরিজ জুড়ে সাজতে পারেননি। সেই আফসোস রয়ে গেছে। সেই কারণেই ট্রেলার মুক্তির দিন মন ভরে সেজে ছিলেন তিনি। পুরো সিরিজে লিপস্টিকও পরতে পারেননি অভিনেত্রী (Soumitrisha Kundu)। লিপ বাম লাগিয়ে কাজ চালাতে হয়েছে অভিনেত্রীকে। সেই আক্ষেপ রয়ে গিয়েছিল। দেবীর থেকে তিনি এই জিনিসটাই নিজের মধ্যে নিতে চান। লিপ বাম লাগিয়ে সব জায়গায় বের হতে চান। লিপস্টিক যদিও অভিনেত্রীর ভীষণ পছন্দ। তবু দেবীর চরিত্র করে লিপবামের প্রতি তাঁর আলাদা ভালোবাসা জন্মেছে।
আরও পড়ুন: AR Rahman: এ আর রহমান বাবার মতো! নোংরা কথার জবাব দিলেন মোহিনী
প্রথম ওয়েব সিরিজ
হইচই (Hoichoi) এর হাত ধরে এই প্রথম ওয়েব সিরিজ করতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা। পরিচালক অয়ন চক্রবর্তীর কালরাত্রি (Kaalratri) ওয়েব সিরিজে, দেবী চরিত্রের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী।
ধারাবাহিকে কাজ
এর আগে মিঠাই (Mithai) ধারাবাহিককে মিঠাই চরিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। অভিনেত্রী বিপুল ভালবাসা পেয়েছিলেন এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি অভিনয় করেছেন দেবের (Dev) বিপরীতে প্রধান (Pradhan) ছবিতে। যে ছবি গত বছর ডিসেম্বর মাসের মুক্তি পেয়েছিল। সেখানেও অভিনেত্রী দুর্দান্ত সাড়া পেয়েছেন। এরপর ওয়েব সিরিজের মাধ্যমে তাঁর আবার পর্দায় আগমন। ট্রেলার মুক্তির কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে সেই ছবি ভীষণ ভাইরাল হয়েছে। এই প্রথমবার থ্রিলার বিভাগে প্রথম কাজ করলেন সৌমিতৃষা।
আরও পড়ুন: Salman Khan Marriage: বিয়ে করছেন সালমান খান! শেষমেষ কি তবে ব্যাচেলর তকমা ঘুচল?
সাজতে গিয়ে দেরি
ট্রেলার লঞ্চের দিন লাল টুকটুকে কনে সাজতে গিয়ে অনেকটাই দেরি করে ফেলেন অভিনেত্রী। যার ফলে তিনি সিঁদুর পরার সময় পাননি। তিনি গাড়িতে আসতে আসতে রাস্তা থেকে সিঁদুর কিনে নিজেই সিঁদুর পরেন। হাসতে হাসতে বলেন, বর ছাড়াই তিনি নিজেই নিজেকে সিঁদুর পরিয়েছেন। রাস্তার লোকজন নাকি তাঁকে দিকে অবাক দৃষ্টিতেও তাকিয়ে ছিল।
বিয়ের ইচ্ছে
অভিনেত্রীর কাছে যখন জানতে যাওয়া হয়, তাঁর বিয়ে করার ইচ্ছে কবে? তখন অভিনেত্রী হেসে জানান, দেবী এই বয়সে বিয়ে করলেও অভিনেত্রী সৌমিতৃষার এখন বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। তিনি আরও দশ বছর পর বিয়ের পিঁড়িতে বসতে চান।