ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বইয়ের পাতা থেকে এবার সরাসরি বড় পর্দায়। দেখতে পাবেন ‘রাপ্পা রায়’ (Rappa Roy) কে। আর রাপ্পার ভূমিকায় কে রয়েছেন জানেন? অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। প্রকাশ্যে চলে এল, কমিকস নিয়ে তৈরি চরিত্রের নানান কথা।
চরিত্রের ফার্স্ট লুক দেখে সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) অনুরাগীরা তো দারুণ খুশি। তারা রাপ্পা রায়কে নিয়ে আশাবাদী। জানেন? এই ছবিতে রয়েছেন বলিউডের দিব্যেন্দুও। ডিসেম্বর থেকেই জোর কদমে শুরু শুটিং।
বড় পর্দায় আসছে রাপ্পা রায় (Soumya Mukherjee)
বড় পর্দায় যে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম’ আসছে, সে খবর বহুদিন আগেই পাওয়া গিয়েছিল। তবে নতুন সংযোজন হল, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের (Sujog Bandyopadhyay) এই কমিকস নিয়ে কাজ করবেন পরিচালক ধীমান বর্মন আর প্রান্তিক গায়েন। এছাড়াও রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) পাশাপাশি দেখতে পাবেন দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, জয়দীপ কুন্ডুদের মতো বড় বড় অভিনেতাদের।
আরও পড়ুন: KIFF 2024: সিনেপ্রেমীদের প্রতীক্ষার অবসান, শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কী বললেন পরিচালক? (Soumya Mukherjee)
পরিচালক ধীমানের কথায়, বহুদিন ধরেই এটি নিয়ে তাঁর কাজ করার ইচ্ছে ছিল। অনেক প্ল্যান করে ছবি করছেন। ছবিতে কমেডি যেমন থাকবে, তেমন ফ্যান্টাসিও থাকবে। তিনিও আশাবাদী, রাপ্পার চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে (Soumya Mukherjee) দর্শকের বেশ ভালই লাগবে। সিনেমাটা অনেকটা হবে, কমেডি থ্রিলার ঘরানার। পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। অ্যানিমেশনের ছোঁয়া রাখার চেষ্টা চলবে।
সামনে এল প্রথম লুক
আপাতত রাপ্পার প্রথম যে লুকটা সামনে এসেছে, সেখানে তাঁর পরনে গোল গলার সাদা টি-শার্ট। উপরে চেক ফুল হাতা হুডি শার্ট আর জিন্স। পর্দায় ঠিক এভাবেই দেখতে পাবেন অভিনেতা সৌম্যকে। ক্রাইম কমেডি আর ফ্যান্টাসি, সবকিছুর মিলেমিশে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’।
কোন চরিত্রে কে?
এই গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্র দেখতে পাবেন, অভিনেত্রী অলিভিয়ার সরকারকে। রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)। ছবিটির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। সমিধ মুখোপাধ্যায় (Samidh Mukerjee) রয়েছেন মিউজিকের দায়িত্বে। ছবির শুটিং হবে কলকাতা সহ কলকাতার বাইরেও। ছবিটি মুক্তি পাবে ধীমান বর্মন প্রোডাকশনের ব্যানারে।
আরও পড়ুন: Darshana Banik in Omar: বাংলাদেশে কাজের অভিজ্ঞতা কেমন? জানালেন দর্শনা বণিক
নতুন ডিটেকটিভ
ফেলুদা ব্যোমকেশ তো অনেক হল। এবার বইয়ের পাতা থেকে বড় পর্দায়, এই যে রাপ্পা রায় আসতে চলেছে, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত চরিত্র এবার পর্দায় কেমন হবে সেটাই দেখার। বইয়ের পাতা থেকে সরাসরি বড় পর্দায় আসা, এটা একেবারেই নতুন নয়। কিন্তু ফেলুদা ব্যোমকেশ ঘরানার বাইরে গিয়ে নতুন আরেকটি চরিত্রকে দর্শকের সামনে দাঁড় করানো, দর্শকের মন জিতে নেওয়া, বিষয়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং।
আশাবাদী টিম
তবে এই ছবির টিম ভীষণ আশাবাদী। তাঁরা আশা করছেন, এই গল্প দর্শকদের ভালো লাগবে। ফেলুদা, ব্যোমকেশ বক্সীর পর রহস্যপ্রেমি বাঙালির প্রিয় গোয়েন্দাদের তালিকায় রাপ্পা রায় কতটা জায়গা করে নিতে পারবে, সেটাই দেখার। তবে বইয়ের পাতায় নয়, এবার সরাসরি পর্দাতে।