ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাতে কি সেভাবে অভিনয়ের কাজ নেই? তাই রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করছে টলিউডের (Tollywood) অভিনেতারা। সেই তালিকায় সৌরভ, সব্যসাচী (Sourav-Sabyasachi) রয়েছেন। বিনোদন দুনিয়ায় কাজের স্থায়িত্বে নানান প্রশ্ন রয়েছে। এমনই মত, এই পেশায় যুক্ত থাকা বহু ব্যক্তির। স্বল্প পরিচিত থেকে শুরু করে খ্যাতনামা, এই পরিস্থিতির ভুক্তভোগী।
ব্যবসায় আসেন অনেকেই (Sourav-Sabyasachi)
অনেকেই অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে পা রাখেন। বলিউডেও এই ট্রেন্ড রয়েছে (Sourav-Sabyasachi)। বলিউডের বড় বড় তারকাদের নিজস্ব ব্যবসা রয়েছে। কেউ ব্র্যান্ড করেছেন, কেউবা হোটেল খুলেছেন। কেউবা রেস্তোরাঁ দিয়েছেন।
টলিউডেও নতুন নয় (Sourav-Sabyasachi)
টলিউডেও বিষয়টা একেবারেই নতুন নয়। দেবেরও (Dev) রেস্তোরাঁ রয়েছে। অভিনেতা সৌরভ দাস আর সব্যসাচী চৌধুরীরও (Sourav-Sabyasachi) কিন্তু নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। তবে কি অভিনয় পেশা অনিশ্চিত? আর তাই বিকল্প ভাবনাচিন্তা?
আরও পড়ুন: Ambarish Bhattacharya: টলিউড ছেড়ে মুম্বাই পাড়ি! হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন অম্বরীশ?
কী বললেন নেটিজেনরা?
নেটিজেনরা এমন মন্তব্য করলেও, এটা কিন্তু ঠিক কথা নয়। অভিনয় আর ভালোবাসা কিংবা প্যাশন, এই বিষয়গুলোকে আলাদা করে বুঝতে হবে। সৌরভ আর সব্যসাচী এই ডিসেম্বরেই খুলতে চলেছেন তাঁদের দ্বিতীয় রেস্তোরাঁ। সম্প্রতি খেয়াল করে দেখবেন, সৌরভের হাতে প্রচুর কাজ। তিনি তাঁর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। অপরদিকে সব্যসাচীকে এই মুহূর্তে ছোট পর্দায় না দেখা গেলেও, তিনি লেখালেখি ছোট ছবি পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত। সত্যি বলতে অভিনয়ে অনিশ্চয়তার কারণে কিংবা অভিনয়ে কাজ কম পাচ্ছেন বলে যে, রেস্তোরাঁ খুলছেন, এমন হলে তো কলকাতা শহরে রেস্তোরাঁ ভর্তি হয়ে যেত।
সময়য় লেগেছে অনেক
এই যে দুই অভিনেতা দ্বিতীয় রেস্তোরাঁ খুলছেন, এটা খুলতে দশ মাসেরও বেশি সময় লেগেছে। আসলে অভিনয়টা তো পেশা। আর রেস্তোরাঁ অনেকের কাছে ভালোবাসা। আবার কারোর কাছে প্যশন। আর সেই জায়গা থেকেই অনেক অভিনেতা অভিনেত্রী এই পথে হাঁটেন। পেশার পাশাপাশি প্যাশনের একটা সংমিশ্রণ বলতে পারেন।
আরও পড়ুন: Pushpa 2: The Rule: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘পুষ্পা ২’, একদিনেই বিক্রি ১০ লক্ষ টিকিট
ভাইরাল পরিচালকের দোকান
আসলেই প্রশ্ন উঠছে কারণ। বেশ কিছুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পরিচালক অয়ন সেনগুপ্তর ছোট্ট দোকানের ভিডিয়ো। একসময় যিনি ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক পরিচালনা করেছেন। কিন্তু তাঁর হাতে টানা দু’বছর কাজ নেই। তাই সংসার সামলাতে দোকান দিয়েছেন ফুটপাতে। আর তাছাড়া অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে প্রসার বাড়ানো একেবারেই তো নতুন নয়।
অন্যদের ব্যবসা
রচনা ব্যানার্জিকে অভিনয়, সঞ্চালনার পাশাপাশি শাড়ির ব্যবসা করতে দেখা গিয়েছে। ওদিকে বলিউডে আরিয়ান খানকে দেখা গিয়েছে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থার কাজ করতে। ক্যাটরিনার নিজস্ব একটা প্রসাধনী সংস্থা রয়েছে। একইভাবে প্রসাধনী সংস্থা রয়েছে দীপিকারও। পোষাক প্রস্তুতকারী সংস্থা রয়েছে আলিয়ার। প্রিয়াঙ্কারও প্রসাধনী সংস্থা, পোশাক প্রস্তুতকারী সংস্থার পাশাপাশি রয়েছে রেস্তোরাঁ।