ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের কয়েক দিনের ছুটিতেই প্রকৃতির কোলে নিরিবিলিতে দু’এক দিন কাটাতে চাইছেন? কিংবা ডুয়ার্সের কোনও অফবিট ডেস্টিনেশনের খোঁজ করছেন? তাহলে আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হতে পারে জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে পাপড়খেতি (Paparkheti)।
রোজকার একঘেয়েমি, শহরের কোলাহল থেকে দূরে থাকতে নিঃসন্দেহে ঘুরে আসতেই পারেন পাহাড়ি এই গ্রামে। এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। এই পাপড়খেতি জায়গাটি স্থানীয়দের কাছে ফাফার খেতি নামেও পরিচিত। উত্তরের ডুয়ার্সের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সঙ্গে সংলগ্ন পাপড়খেতি শীতের মরশুমে একটি দারুন পিকনিক স্পট (Picnic spot) হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে।
আরও পড়ুন: https://tribetv.in/know-the-health-benefits-of-tomatoes/
স্পটটি আসলে একটি বড় পাথরের পাশাপাশি একটি সেতু। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী। রয়েছে একটি দর্শনীয় জলপ্রপাত, ঘন জঙ্গল, একটি স্নিগ্ধ চেল নদী। আশপাশ জুড়ে অজানা পাখির ডাক এবং দূরের গ্রামগুলির দৃশ্যাবলী মন ভালো করবেই আপনার। আরও একটি বিশেষ আকর্ষনীয় জায়গা রয়েছে এই পাপড়খেতিতে। যার টানেই বারবার এখানে ছুটে আসেন বহু পর্যটক। পরিত্যক্ত সুরার বোতল দিয়ে সৃজনশীল উপায়ে সাজিয়ে তোলা হয়েছে একটি অংশ। এতে একদিকে যেমন পাহাড় থাকছে জঞ্জাল মুক্ত, অন্যদিকে বেশ নতুনত্ব ভিউ স্পট হিসেবে পর্যটকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা পাচ্ছে এই পাপড়খেতির এই ভিউ।
আরও পড়ুন:https://tribetv.in/the-story-of-bone-marrow-transplant/
তাছাড়াও প্রকৃতির মাঝে ঝর্ণার জলে শরীর ভিজিয়ে মেঘের স্পর্শে ভেসে যাওয়ার অনুভূতি পেতে আসতেই হবে এই অফবিট গন্তব্যে। রাত যাপন করার জন্য এখানে রয়েছে পকেটসাধ্য খরচে রিসোর্টে থাকা,খাওয়ার সুবন্দোবস্ত। তা হলেই এখন থেকেই পরবর্তী ট্যুর ডেস্টিনেশন (Tourist Destination) হিসেবে উত্তরের পাপড়খেতি আসার প্ল্যান সেরে ফেলুন চটজলদি।