ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ এর শুরুতেই শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ভক্তদের জন্য একটা দারুণ খবর। এবার পর্দায় ধামাকা দেখাতে আসতে চলেছে ‘স্ত্রী ৩’ (Stree 3)। দর্শককে কিভাবে গল্প আর অভিনয়ের মাধ্যমে পর্দার সামনে বসিয়ে রাখা যায়, তা প্রমাণ করে দিয়েছিল ‘স্ত্রী ২’।
এসেছে দ্বিতীয় ভাগ (Stree 3)
২০২৪ সালের আগস্টেই এসেছিল স্ত্রী’য়ের সিকুয়েল (Stree 3)। ৫০ কোটি টাকার ছবি বক্স অফিসে ৫০০ কোটি টাকা তুলতে বেশি দিন সময় নেয়নি। দর্শক বুঝে গিয়েছিল, ভালো গল্পের কদর। এবার আসতে চলেছে ‘স্ত্রী’র নতুন কাহিনী। ২০২৫ সালের দ্বিতীয় দিনেই ঘোষণা করে দিলেন নির্মাতারা। চমকে গেলেন সবাই। এখন দর্শকদের মনে প্রশ্ন, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) এই সিনেমায় এবার কোন ভূত ভয় দেখাতে চলেছে ? ‘ স্ত্রী ২’ এ নতুন অবতারে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ‘স্ত্রী ৩’ এও কি তাঁকে সেই ভাবেই দেখা যাবে ?
দর্শকের পছন্দ ভুতুড়ে ব্রহ্মাণ্ড (Stree 3)
আপাতত ছবির কাজ শুরু হয়নি। ছবি নিয়ে পরিকল্পনা চলছে (Stree 3)। ২০২৭ সালের ১৩ই আগস্ট মুক্তি পাবে শ্রদ্ধা-রাজকুমারের এই নতুন ছবি। তবে পরিচালক বদলে যাবে নাকি একই থাকবে, সেই উত্তর এখনও অধরা। তবে দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের তরফ থেকে ‘স্ত্রী ৩’ এর পাশাপাশি একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। যেখানে উল্লেখযোগ্য ভাবে রয়েছে বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’। ভুতুড়ে ব্রহ্মাণ্ড নিয়ে ছবি কিন্তু দর্শকের বেশ পছন্দ হচ্ছে। হরর কমেডি ঘরানার ছবিগুলো আলাদা জায়গা করে নিচ্ছে বলিউডে। এছাড়াও ২০২৭ এর ২৪শ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিকুয়েল ‘মহা মুঞ্জিয়া’।
আরও পড়ুন: Sreeleela in Bollywood: এবার বলিউড মাতাবে পুষ্পার শ্রীলীলা, জুটি বাঁধবেন কার্তিকের সঙ্গে!
একগুচ্ছ ছবি নিয়ে আসছে ম্যাডক ফিল্মস
এই আবহে অনেকেই মনে করছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স কায়দায় হরর ইউনিভার্সের চেনা অচেনা চরিত্রের একাধিক ছবি নিয়ে আসছে ম্যাডক ফিল্মস। এছাড়া ওই ছবির তালিকায় রেখে দিয়েছে ‘থামা’, ‘ক্রসওভার’ ‘চামুন্ডা’র মতো ছবি। ‘থামা’ বহুল প্রত্যাশিত ছবি। মুক্তি পাবে নতুন বছরের দীপাবলিতে। যেখানে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখতে পাবে না আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে। ‘শক্তিশালী’ মুক্তি পাবে এ বছরের একদম শেষে অর্থাৎ ৩১ ডিসেম্বর।
আরও পড়ুন: Shah Rukh Khan: মুখ লুকিয়ে বাড়ি ঢুকলেন শাহরুখ, নিজেকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন!
বক্স অফিসের রেকর্ড ভাঙবে হরর মুভি
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই ইউনিভার্সের যে যে ছবি মুক্তি পাবে, নির্মাতারা তার একটা তালিকা প্রকাশ করেছে। ব্যাক টু ব্যাক রিলিজ দিয়ে এই তিনটে বছর রীতিমত জমিয়ে দেবে। এমনটাই মনে করছেন দর্শকরা। এই প্রযোজনা সংস্থা মুক্তির তারিখ সহ অফিশিয়াল পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে লেখা হয়েছে, দীনেশ বিজন আটটি ছবি উপস্থাপন করেছে, যা আপনাদের মজা ভৌতিক এবং রোমাঞ্চ দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যাবে। তাছাড়া হরর কমেডি দিয়ে যে বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দেওয়া যায়, তা প্রমাণ করে দিয়েছে ‘স্ত্রী ২’। সেই ট্রেন্ড বজায় রেখে দীনেশ বিজন চাইছেন এই ইউনিভার্সকে আরও বড় করতে।