ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার টলিপাড়ায় নয়া ধামাকা। বর্তমানে বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly) দেখা যাবে এক অন্য চরিত্রে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় তাঁর দেখা মিলবে, সেই খবর আগেই মিলেছিল। যদিও এর আগে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’(Binodiini – Ekti Natir Upakhyan) রিলিজের এক সপ্তাহের মাথায় পরিচালকের এই ঘোষণা নিয়ে উঠেছিল নানান বিতর্ক। সৃজিত তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় শুভশ্রীকে চার বছর আগেই ভেবেছিলেন তিনি। যদিও রুক্মিণীও নিজের বিনোদিনীর চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিতে কোনও অংশে কম ছিলেন না। তবে এবার এক অনবদ্য লুকে নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রকাশ্যে অভিনেত্রীর লুক।
ছবির ঘোষণা (Subhasree Ganguly)
গত জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। যা রীতিমত রমরমিয়ে চলেছিল (Subhasree Ganguly)। সেই সাফল্যের মধ্যেই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে নতুন ছবির কথা সকলের সামনে আনেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।
বিনোদিনীর লুকে শুভশ্রী (Subhasree Ganguly)
এবার সৃজিতের পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। যদিও তাঁর পরিচালিত বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী হিসেবে শুভশ্রীকে কেমন লাগবে এই নিয়ে কমবেশি সকল দর্শক – অনুরাগীদের মধ্যেই নানান কৌতূহল ছিলই। সোমবার সেই চরিত্রের লুক প্রকাশ্যে এনে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তাঁর মাথা কামানো। পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। দু’ বাহু প্রসারিত করে যেন মহাপ্রভুকে স্মরণ করছেন শুভশ্রী। বিনোদিনীর সাজে যে স্বয়ং অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন সেটি সত্যি বোঝা দায়।
আরও পড়ুন: Aamir Khan: গৌরীকে পেয়েই নিজের বিয়ে ভুললেন আমির! রিনাকে নিয়ে বড় ঘোষনা।
প্রস্তুতি কেমন?
লুকে নজর কাড়তে পারলেই তো হল না, সাথে চাই অসাধারণ অভিনয়ও। যেন দেখলে মনে হয় স্বয়ং শ্রী চৈতন্যদেব আবারও মর্তে নেমে এসেছেন। তাহলে ঠিক কিভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী? জানা গেল, অভিনেত্রী ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। নটী বিনোদিনী আমার কথা বইটি পড়ে সংশ্লিষ্ট চরিত্র আত্মস্থ করাতে মনোনিবেশ করেছেন। অভিনেত্রী নাকি শারীরিকভাবেও নিজেকে ওই চরিত্রের জন্য তৈরি করছেন। যার জন্য তিনি বদলে ফেলেন নিজের ডায়েট চার্টও।
আরও পড়ুন: Idhika Paul: ইধিকার একই অঙ্গে বহুরূপ, দেবের সাথে শুটিংয়ের মাঝেই নতুন চমক
অভিনেত্রী বদল
উল্লেখ্য, প্রথমে এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সেইমতো ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে আনা হয়েছিল। ন্যাড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝখানে অনেক বাধা বিপত্তির এসেছে। স্থগিত হয়েছে সিনেমার কাজও একাধিকবার। তবে সৃজিতের ‘বিনোদিনী বদল’ আসলে কতটা কার্যকরী হল এবার সেটাই দেখার। সাথে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে (Loho Gouranger Nam re) বিনোদিনী চরিত্রে নিজেকে কি প্রমাণ করতেন সফল হবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি? নজর থাকবে সেই দিকেই।