ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঞ্চের উপর নাচছে ইউভান (Yuvaan)। একা নয়, বন্ধুদের সঙ্গে তালে তাল মিলিয়ে (Subhasree-Yuvaan)। সেই দৃশ্য দেখে গর্বিত মা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেই শুভশ্রী শেয়ার করেছেন। পোস্ট করতেই প্রশংসায় ভরল শুভশ্রীর কমেন্ট বক্স। অনেকেই বললেন, ইউভান একদম মায়ের মতই হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, ইউভানের স্কুলের অনুষ্ঠানের ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ইউভান মায়ের দেখানো পথেই হাঁটছে?
রাজ-শুভশ্রীর ভরা সংসার (Subhasree-Yuvaan)
দেখতে দেখতে প্রায় চার বছর হয়ে গেল (Subhasree-Yuvaan)। রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। পরিবারে রয়েছে আর এক খুদে। মেয়ে ইয়ালিনি। সোজা কথায়, রাজ-শুভশ্রীর ভরা সংসার। অভিনয়ের পাশাপাশি শুভশ্রী তাঁর দুই সন্তানকে আগলে রেখেছেন। তার প্রমাণ মাঝে মধ্যেই পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সাথে কাটানো নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবার এমন একটি ভিডিও তিনি শেয়ার করেছেন, যা দেখে ভীষণ খুশি অনুরাগীরা।
স্কুলে ইউভানের পারফরম্যান্স (Subhasree-Yuvaan)
বর্তমানে ইউভান (Subhasree-Yuvaan) একটি নামি স্কুলে পড়াশোনা করছে। সেখানেই একটি অনুষ্ঠানে তাকে দেখা গেল মঞ্চে পারফরম্যান্স করতে। তা দেখে গর্বিত শুভশ্রী। ভিডিওটিতে দেখতে পাওয়া যায়, মঞ্চে অনেক খুদেরা পারফর্ম করছে। তার মধ্যে রয়েছে ইউভানও। পরনে কমলা পোশাক। গানের তালে তালে নাচছে সে। ভিডিওটি শেয়ার করে মা শুভশ্রী লিখেছেন, ” আমার সোনা “। সাথে অনেকগুলো ভালোবাসার ইমোজি। এছাড়াও আরেকটি ভিডিওটিতে দেখা যায়, মঞ্চ থেকে বেরোনোর সময় ইউভান কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছে।
আরও পড়ুন: Amitabh Bachchan: বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ! পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের
মায়ের দেখানো পথে ইউভান
ভিডিওটি দেখেই ইতিমধ্যেই অনুরাগীরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। নেতিবাচক মন্তব্য নয়, বরং অনুরাগীরা যে ভিডিওটি দেখে খুশি তা স্পষ্ট। একজন লিখেছেন, একেবারেই মায়ের মতো । আবার আরেকজন লিখেছেন, মনে হচ্ছে মায়ের দেখানো পথেই ইউভান হাঁটবে।
আরও পড়ুন: Chirodini Tumi Je Aamar: দিতিপ্রিয়ার মনের কথা শুনে চলেন জিতু, দুজনের সম্পর্ক সাত জন্মের!
ভবশংকরীর ভূমিকায় শুভশ্রী
প্রসঙ্গত, এবারে নারী কেন্দ্রিক পিরিয়ড ছবির মুখ হতে চলেছেন শুভশ্রী। সেই ষোড়শ শতকের মহীয়সী বাঙালি রানী ভবশংকরীর ভূমিকায় তাঁকে দেখা যাবে। একদিকে যেমন মাতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন, অপরদিকে সমান ভাবে গুরুত্ব দিচ্ছেন তাঁর অভিনয় সত্তাকে। এছাড়াও রাজের ‘পরিণীতা’কে খুব শীঘ্রই দেখা যাবে সৃজিতের বিনোদিনী হিসেবে। এসবের মাঝেই সামনে আসে নতুন ছবির নাম, ‘রায়বাঘিনী ভবশংকরী’। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র।