ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার আফগানিস্তানে(Suicide Attack in Afghanistan) ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে যায়। তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন যে এই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয় (Suicide Attack in Afghanistan)
আফগানিস্তানের(Suicide Attack in Afghanistan) অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এক জন আত্মঘাতী হামলাকারী মন্ত্রকের দফতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করে। বিপদ বুঝে তাকে গুলি করে। হামলাকারীর শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন তিন জন।
কেউ দায় স্বীকার করেনি (Suicide Attack in Afghanistan)
২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসা এবং তাদের বিদ্রোহের অবসান ঘটানোর পর থেকে আফগানিস্তানে হিংসা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড লেভান্ট (আইএসআইএস) গোষ্ঠী প্রায়শই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে থাকে(Suicide Attack in Afghanistan)। ডিসেম্বরে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে তার কাবুল অফিসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার ঘটনায় আইএসআইএস দায় স্বীকার করে। বৃহস্পতিবারের এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
আরও পড়ুন:Munich Car Crash: মিউনিখে ভিড় রাস্তায় ঢুকল বেপরোয়া চলন্ত গাড়ি, আহত শিশু-সহ ২৮
ব্যাঙ্কে হামলা চালায় আইএস জঙ্গি
বৃহস্পতিবারের হামলার কয়েক ঘণ্টা আগেই উত্তর আফগানিস্তানে একটি ব্যাঙ্কে হামলা চালায় আইএস জঙ্গি। সেই হামলায় নিহত হয়েছেন আট সাধারণ নাগরিক। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে বলে দাবি আফগান প্রশাসনের। বৃহস্পতিবারের এই হামলায় আইএস জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করছে আফগান প্রশাসন।
নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা
২০২৩ সালে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইএসআইএসের দাবি করা এক হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন, তালেবান সরকার ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে আইএসআইএসকে দমন করতে কিছুটা সাফল্য পেয়েছে।
‘আইএসআইএস খোরাসান’
আফগানিস্তানে আইএসআইএসের আঞ্চলিক শাখাটি ‘আইএসআইএস খোরাসান’ নামে পরিচিত(Suicide Attack in Afghanistan)। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। গোষ্ঠীটি সক্রিয় রয়েছে বলে বোঝা যাচ্ছে। তালেবান সরকারের কর্মকর্তা, বিদেশি পর্যটক ও বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। তালেবান সরকারের দেওয়া হতাহতের সংখ্যা ও স্থানীয় কর্মকর্তাদের প্রতিবেদনের তথ্যের মধ্যে প্রায়শই পার্থক্য দেখা যায়।