ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথমবার মুখোমুখি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas ) ও পরিচালকেরা । দুই পক্ষের মধ্যে আলোচনা সভা বসেছে। হয়েছে বিস্তর আলোচনা। তবে কী মিটল সমস্যা ? ফেডারেশনের বিরুদ্ধে করা মামলা কী তুলে নেওয়া হবে? পরিচালকদের সমস্যাও কী মিটল ?
কারা ছিলেন সভায় ? (Swarup Biswas )
অনেকদিন ধরেই চলে আসছে পরিচালক ফেডারেশনের (Swarup Biswas ) দ্বন্দ্ব। পরিচালক বিদুলা ভট্টাচার্য ( Bidula Bhattacharya) ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেন হাইকোর্টে। যদিও বহু পরিচালক পরে সেই মামলা থেকে সরে আসেন। কিন্তু বাকি পরিচালকদের কাজে সমস্যা তৈরি হয়। সমস্যা মেটানোর জন্য হাইকোর্টের নির্দেশে আলোচনা সভার কথা বলা হয়। আলোচনা সভায় পরিচালকদের সাথে মুখোমুখি হন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। সাথে ছিলেন অরিন্দম শীল (Arindam Sil), অয়ন সেনগুপ্ত (Ayan Sengupta), রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee)। এছাড়াও উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), বিদুলা ভট্টাচার্য (Bidula Bhattacharya) ,সুদেষ্ণা রায় (Sudeshna Roy), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও আরও অনেকেই।
গুরুত্বপূর্ণ সভা (Swarup Biswas )
আলোচনা সভাতে সমস্যা কি (Swarup Biswas ) মিটল ? পরিচালক পরমব্রতর থেকে কী জানা গিয়েছে? পরমব্রতর মতে, যে মিটিংটা করা হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ । অনেক কথাই হয়েছে ,তবে ভালো কথাও হয়েছে। অনেকদিন ধরেই চেয়েছিলেন মুখোমুখি বসে আলোচনা করতে। যেখানে একে অপরের কথা শুনবেন। আর অবশেষে তাঁদের মধ্যে সে সমস্ত আলোচনা হয়েছে। তাঁর কথায়, ইতিবাচক আলোচনা হয়েছে। আগামীতে হয়ত আরও কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে । তারপর শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাবেন। সাথে তিনি এও বলেন, তথ্যসংস্কৃতি বিভাগ যদি মনে করেন কিংবা ফেডারেশন মনে করেন আবারও বসা উচিত, বা আলোচনা করে নেওয়া দরকার বিষয়টি , তবে আবারও আলোচনায় বসতে পারেন।
লিখিত ভাবে জানানো
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas )। তাঁর মতে, কি সমস্যা সেটা শোনার জন্য এসেছেন। আসলে ইন্ডাস্ট্রিতে অনেকগুলি ভাগ থাকে ফিল্ম ,সিরিয়াল, ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে । সব পক্ষেরই কলাকুশলীরা উপস্থিত ছিলেন সভায়। নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তবে কি আলোচনা হল বা কি সিদ্ধান্ত নেওয়া হল তা কিছুই বলতে চাননি তিনি । তাঁর মতে কি আলোচনা হয়েছে তা তিনি জানাতে পারবেন না। তাঁর কথায় কিভাবে সমস্যা মিটিয়ে নেওয়া যায় মাননীয় প্রিন্সিপাল লিখিতভাবে জানতে চেয়েছেন, আর সে সমস্ত আলোচনার মাধ্যমে তাঁকে জানাবেন।
আরও পড়ুন: Bollywood Friendship: শুধু সিনেমায় নয়, বাস্তবেও হিট বলিপাড়ার এসব বন্ধু জুটি!
মামলা তুলে নেওয়া হবে ?
ফেডারেশন ও পরিচালকের মধ্যে আলোচনা সভা বসেছে। তবে কি সমস্যা মিটিয়ে ফেডারেশনের বিরুদ্ধে মামলাটি তুলে নেবেন বিদুলা ভট্টাচার্য (Bidula Bhattacharya)? বিদুলার মতে , এখনও সেইরকম পর্যায়ে আসেনি, কেস তুলে নিতে হবে। দুপক্ষের মধ্যে আলোচনা করা হয়েছে। অন্যদিকে পরিচালক অনির্বাণের মতে , তাঁদের বৈঠক গণতান্ত্রিক ভাবেই হয়েছে। সবাই সবার কথা বলতে পেরেছেন যা অত্যন্ত ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে তাঁর মনে হয়েছে। পরেও যদি বসার হয় ,তাহলে দুই পক্ষ আলোচনায় বসবেন।