ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবসে সে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্টে বিস্ফোরক তসলিমা নাসরিন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর ফেসবুক পোস্টে ঝড়ে পড়ল হতাশা এবং ক্ষোভ। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শুরু থেকেই সরব তসলিমা। সে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বারংবার গর্জে উঠেছেন ‘লজ্জা’র স্রষ্টা। এবার সরাসরি ইউনূস সরকারকে বিঁধলেন তসলিমা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ”আজ রাজাকারদের জন্য পরাজয় দিবস। সে কারণেই কুচকাওয়াজ নেই, উৎসব নেই। আর রাজাকার-পিতা ইউনুস ইদানীং বেশ দুরকম অভিনয় করে চলেছেন। তবে ঘটনা কিন্তু এমন নয় যে তারা ”২৪ এর গণ্ডগোল”কে মুক্তিযুদ্ধ ভেবে যে ভুল করেছিল তা এখন বুঝতে পেরেছে, সে কারণে ৭১এর মুক্তিযুদ্ধ যে সত্যিকার মুক্তিযুদ্ধ তা স্বীকার করে নিয়েছে। না, তা নয়। তারা যা ছিল, তা-ই আছে। বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন করাও তাদের মেটিকিউলাস ডিজাইনের অংশ, ঠিক যেমন জুলাই-আগস্টের দেশ দখলের বিপ্লব ছিল তাদের মেটিকিউলাস ডিজাইনের অংশ। অধিকাংশ বাঙালিকে বোকা বানাবার জন্য উল্লেখযোগ্য কিছু দিবস তারা পালন করবে, বহিরাঙ্গে বাঙালি সাজবে, কিন্তু ভেতরে জোরেসোরেই জিহাদ চালিয়ে যাবে। যারা বোঝার তারা বুঝবে কী হচ্ছে দেশে, আর যারা চোখ বুজে থাকার, তাদের চোখ শত চাইলেও কেউ খুলতে পারবে না।”
অন্যদিকে, বিজয় দিবসে মহম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলে তোপ দাগলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করছে ইউনুস সরকার। মদত দিচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে। বিজয় দিবসের আগে রবিবার দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি প্রকাশ করেন মুজিবকন্যা। সেখানেই তোপ দেগেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। সব মিলিয়ে সংখ্যালঘু ইস্যুতে সরগরম পদ্মাপার।