ধারাবাহিকে ফিরছেন রোশনি বদলে যাবে ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) ধারাবাহিকের নায়িকা! হঠাৎই শোনা যাচ্ছে বড় গুঞ্জন। কারণ ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে ফিরছে রোশনি। অর্থাৎ বড় পর্দা থেকেই আবার ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য(Roshni Bhattacharya)। তাও আবার গুরুত্বপূর্ণ ভূমিকায়। স্বাভাবিক ভাবেই ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন। তবে কি নায়িকার মুখ বদলে যাবে? কি জানাচ্ছেন অভিনেত্রী রোশনি?
বড় পর্দায় চুটিয়ে অভিনয়
অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে বাংলার দর্শক ছোট পর্দা এবং বড় পর্দা, দুই পর্দাতেই সমান্তরাল ভাবে দেখতে অভ্যস্ত। ছোটপর্দায় কাজ করার পর মাঝখানে কিছুদিন তিনি সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, পথিকৃত বসুর সঙ্গে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছেন। বড়পর্দায় যাত্রা শুরু করেছেন সৃজিত মুখার্জির (Srijit Mukherji) ‘অতি উত্তম’ সিনেমার মাধ্যমে। সদ্য অভিনয় করেছেন রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ ‘পরিণীতা’তে। এছাড়াও তাঁকে দেখা যাবে পথিকৃত বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’তে। তার মাঝে হঠাৎই টলিপাড়ার (Tollywood ) ফিসফাস বলছে, রোশনি ভট্টাচার্য আবারও ছোটপর্দায় ফিরছেন। তাও আবার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এই নায়িকা ঋতব্রতা দে’র (Ritobrota Dey) জায়গায় আসবেন?
কোন চরিত্রে দেখা যাবে?
সম্প্রতি এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের প্রশ্নে অভিনেত্রী জানান, ‘তেঁতুলপাতা ‘ ধারাবাহিকে তাঁকে ঠিক কি ধরনের চরিত্রে দেখা যাবে, তিনি এখনও জানেন না। তিনি খলনায়িকা হয়েও ফিরতে পারেন। তবে এটা ঠিক, ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ রোলে। কিংবা নায়িকার সমান্তরাল কোনও চরিত্রে। রোশনি যে ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরবেন, এমন খবর তিনি এখনও জানেন না।
আরও পড়ুন: Raj Chakrabarty: ‘খাদান’ নাকি ‘সন্তান’? ইঙ্গিত বলছে বড়দিনে হবে ধুন্ধুমার লড়াই
ঝোরা চরিত্রে কামব্যাক
ধারাবাহিকের প্রচার ঝলক বলছে, তিনি তেঁতুল পাতা ধারাবাহিকে ফিরবেন ঝোরা চরিত্রে। চরিত্রটি শিক্ষিত, অতি আধুনিক। তেঁতুল পাতায় এবার ঝড় তুলতে আসছে ঝোরা। নায়ক আর নায়িকার মাঝে এন্ট্রি নেবে। নায়কের জীবনে অনেকটা জুড়েই রয়েছে এই ঝোরা চরিত্রটি।
পুনরায় ছোট পর্দায় ফিরলেন কেন?
কিন্তু মাঝে এতদিন বড়পর্দায় কাজ করার পর, পুনরায় ছোট পর্দায় ফেরার মানেটা কী ? অভিনেত্রীর কথায়, ছোট পর্দা দিয়েই তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেছেন। তাঁকে পরিচিতি দিয়েছেন ধারাবাহিক। এমনকি স্থায়ী উপার্জন পেয়েছেন। তাই ছোট পর্দাকে তাঁর পক্ষে ভুলে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই সুযোগ মিলতে আবারও তিনি ফিরছেন ছোটপর্দায়। বাকিটা ছেড়ে দিয়েছেন দর্শকের উপর।
আরও পড়ুন: Rubel-Sweta Engagement: নতুন জীবনের শুভারম্ভ, আশীর্বাদ হল শ্বেতা-রুবেলের
নায়িকাদের দুই পর্দাতে কাজ
তাছাড়া সাম্প্রতিক সময়ে, ছোট পর্দার নায়ক নায়িকাদের বড় পর্দায় কাজ করাটা একেবারেই অস্বাভাবিক কিছু নয় । অনেকেই রয়েছেন যারা ছোট পর্দা থেকে বড় পর্দায় একেবারে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। সেই তালিকায় বিশেষ ভাবে রয়েছেন সৌমিতৃষা কুন্ডু থেকে শুরু করে ইধিকা পালের মতো জনপ্রিয় নায়িকাদের নাম। একসময় ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী উষসী রায়। তারপর দীর্ঘদিন বড়পর্দায় কাজ করেছেন। আবারও তিনি পুনরায় ফিরে এসেছেন ছোট পর্দায়। বর্তমানে তিনি ধারাবাহিকে অভিনয় করছেন।