Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ১৯৪৬ সালে ১৬ ই আগস্ট কলকাতা ডাইরেক্ট অ্যাকশন দিবসের ভয়াবহ পটভূমিতে নির্মিত ছবি ‘ দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। যে ছবির ট্রেলার নিয়ে সম্প্রতি দেখা গিয়েছে বিবাদ। ছবিটি আগামী কাল মুক্তি পেতে চলেছে। এরই মাঝে প্রযোজক ও অভিনেত্রী পল্লবী জোশী (Pallavi Joshi) ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) একটি খোলা চিঠি লিখেছেন। কী লিখলেন তিনি ?
না দেখানোর সিদ্ধান্ত! (The Bengal Files)
পল্লবী জোশী (Pallavi Joshi) চিঠিতে লিখেছেন,”সম্মানিত রাষ্ট্রপতি মহাশয়া, আমি কোনও বিশেষ সুবিধার জন্য নয়, আমার পরিবার এবং আমাদের শিল্পকর্ম চলচ্চিত্রের নিরাপত্তা মুক্তির জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি।” তিনি উল্লেখ করেন, অনেক আগে থেকেই রাজনৈতিক আক্রমণ শুরু হয়েছিল। এমনকি ছবিটির বিজ্ঞাপনের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছে, থিয়েটার মালিকরাও রাজনৈতিক হুমকির কারণে ছবিটিকে না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সত্যের জায়গা রক্ষা (The Bengal Files)
পল্লবী আরও জানান, যদিও সরকারি ভাবে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবুও একটি অফিসিয়াল ব্যানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে জনতা ছবিটি দেখতে পাবেন না। চিঠির শেষ অংশে আবেদন করা হয়, এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি ভারতীর কন্ঠ। এটি শিল্পের স্থান ও সত্যের জায়গা রক্ষার লড়াই ।
অভিনয়ে কারা? (The Bengal Files)
‘ দ্য বেঙ্গল ফাইলস ‘ (The Bengal Files) হল বেঙ্গল ‘ফাইলস ট্রিলজি’র তৃতীয় অংশ।যেখানে আগের দুটি ছিল ‘দ্য তাসখন্দ ফাইলস ‘ (The Tashkent Files) ও ‘ দ্য কাশ্মীর ফাইলস ‘ ( The Kashmir Files)। বেঙ্গল ফাইলস ৫ ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি একটি সাহসী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী। অভিনয়ে আছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পল্লবী জোশী (Pallavi Joshi), অনুপম খের (Anupam Kher), দর্শন কুমার (Darshan Kumar) ও আরও অনেকেই।
ব্যতিক্রমী ছবি (The Bengal Files)
পরিচালক বিবেক অগ্নিহোত্রী ( Vivek Agnihotri) বরাবরই সমাজে বিতর্কিত ও না বলা সত্যকে নিয়ে কাজ করেন বলে তিনি পরিচিত। বেঙ্গল ফাইলস ছবিটিও ব্যতিক্রম নয়। যদিও ছবিটির সমালোচকরা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। তবে সমর্থকরা মনে করেন, এই ছবিটি ভারতের বিকৃত ইতিহাসকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরার প্রচেষ্টা মাত্র। ‘দ্য বেঙ্গল ফাইলস ‘কেবল একটি চলচ্চিত্র নয়, বরং এটি ইতিহাস, রাজনীতি ও স্বাধীন মত প্রকাশ নিয়ে আজকের বিতর্কে কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: Sanjay Leela Bhansali: কথা দিয়ে কথা রাখেন না সঞ্জয় লীলা বনশালী! জড়ালেন আইনি ফাঁসে
প্রসঙ্গত , বেঙ্গল ফাইলস বিতর্কের মাঝে পরিচালকের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। বাংলার সিনেমা প্রেমীরা যেন এই ছবি থেকে বঞ্চিত না হন, পাশাপাশি শিল্পীর সৃষ্টিকেও যাতে অসম্মান না করা হয় ,তাই তিনি এগিয়ে এসেছেন। তিনিও চান যাতে ,পশ্চিমবঙ্গে এই ছবিটি শান্তিপূর্ণ ভাবে মুক্তি পায়।