ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে শুরু উৎসব। মহালয়া থেকেই কলকাতার একাধিক পুজোমণ্ডপ উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর থেকেই বড় পুজোমণ্ডপগুলিতে উপচে পরা ভিড়। আজও দক্ষিণ থেকে মধ্য কলকাতার একাধিক পুজোমণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কলকাতার পুজোমণ্ডপগুলি পরিদর্শনে যাচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Varma)। আজই শেষবার প্যান্ডেলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন কলকাতার পুলিশ কমিশনার।
দেবীপক্ষ শুরু থেকেই পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী, ৯৫ পল্লির পুজোর উদ্বোধন করেছেন তিনি। জেলারও ৩২০টি পুজোর উদ্বোধন করেছেন। আজও শহর এবং শহরতলির একাধিক পুজোর উদ্বোধনের কথা রয়েছে তাঁর। বেহালা, বড়িশা, হরিদেবপুর এলাকার কয়েকটি পুজো উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে আলিপুর সার্বজনীন, খিদিরপুর ২৫ পল্লী, বোস পুকুর তালবাগান, শীতলামন্দির, বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, অজেয় সংহতি, ৪১ পল্লি ক্লাবের পুজো উদ্বোধন।
আরও পড়ুন: https://tribetv.in/local-show-agitation-on-school-student-dead-in-accident-at-banshdroni/
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময়েই অন্তিম পর্যায়ে কলকাতার একাধিক বড় পুজোমণ্ডপগুলি পরিদর্শনে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। কলকাতার বড় পুজোমণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে। প্রবেশ এবং বাহির পথ আলাদা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেই মতো কাজ হয়েছে কী না, তাও খতিয়ে দেখেন মনোজ ভার্মা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পরিদর্শনে বেরোন সিপি। প্রথমে তিনি যান চেতলা অগ্রণী, এখানে মুখ্যমন্ত্রী বুধবারই উদ্বোধন করেছেন। সূচনার পর কি পরিস্থিতি তাও খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। এছাড়াও দক্ষিণ কলকাতার একাধিক বড় পুজোমণ্ডপের সঙ্গে মধ্য কলকাতার পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
আরও পড়ুন: https://tribetv.in/durga-puja-special-metro-in-kolkata/
চেতলা অগ্রণীতে পুজো প্রস্তুতি খতিয়ে দেখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান কলকাতা সিপি মনোজ ভার্মা। তিনি জানান, ‘কলকাতা পুলিশ দুর্গাপূজা (Durga Puja) নিয়ে সব রকম প্রস্তুতি নিয়েছে ট্রাফিক থেকে শুরু করে ক্রাউড ম্যানেজমেন্ট সমস্তটাই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও নিরাপত্তা দিকটাও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সিনিয়র অফিসাররাও বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্যান্ডেল গুলোতে।’
‘পুজো উদ্যোক্তা যারা আছে তাদের সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে, মিটিং হয়েছে। আজকে আমরা ফাইনাল পরিদর্শন করলাম মণ্ডপগুলোতে। শেষ মুহূর্তে যদি কোনওরকম চেঞ্জ দরকার হয় সেটা আমরা সাথে সাথে জানিয়ে দিচ্ছি পুজো উদ্যোক্তাদের। আমরা প্রস্তুত আছি সব দিক থেকে। আমার দৃঢ় বিশ্বাস অফিসারদের প্রতি আছে।’ কলকাতা পুলিশ সব দিক দিয়েই প্রস্তুত রয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।