ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের ছাত্র নেতা সহ তিন। ধৃতদের মুক্তির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে বনগাঁ থানার চাদাপানচিতা এলাকায়। সেখানের একটি বাড়ির পুজোর ঠাকুর বিসর্জনের সময় ঝামেলা বাঁধে। সেখানে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম লাল্টু বালা, সুজয় বালা ও মনোজ বালা। ধৃতদের মধ্যে লালটু বালা বনগাঁ নীলদর্পণ ব্লকের তৃণমূল ছাত্র নেতা। তিন যুবককে গ্রেফতারের প্রতিবাদে শানিবার দুপুরে চাঁদা পানচিতা এলাকায় বনগাঁ বাগদা রাজ্য সড়কে পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে থাকেন ধৃত তিন যুবকের পরিবার এবং এলাকাবাসীরা। অবরোধকারীদের দাবি, পুলিশ কোনও রকম ঘটনা যাচাই না করেই ওই তিন যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/more-than-300-hundred-annakoot-bhog-offering-lord-krishna-at-baghbazar/
তাদের আরও দাবি, বিসর্জনকে কেন্দ্র করে ওখানে মহিলাদের মধ্যে গন্ডগোল বেঁধেছিল। সেই গন্ডগোল ঠেকাতে গেছিল ওই তিন যুবক। যিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যে অভিযোগ করেছেন। তাদের আরও দাবি, মিথ্যে মামলার ভিত্তিতে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ অবরোধের পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আরও পড়ুন: https://tribetv.in/know-the-historical-story-of-nadia-chaduni-maa-kali-puja/
পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে হাঁটিয়ে দেয়। অবরোধকারীরা জানিয়েছেন, তারা চান ওই তিন যুবককে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবরোধকারীরা এই ঘটনার পিছনে রাজনৈতিক মদতেরও অভিযোগ তুলেছেন।বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল।যদিও বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌমেন সুতারের দাবি, লালটুর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগাযোগ নেই। আইন আইনের পথেই চলবে।