ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যদি জানতে পারেন আগামীকাল (Time Travel) আপনার সঙ্গে কি হতে চলেছে, নিশ্চয়ই সেই চিত্র বদলে দেবেন আপনি। কাল কি হবে তা জানতে পারলে নিশ্চয়ই আপনার কৌতূহল মিটবে বেশ খানিকটা। জানতে চান আগামী ৩০০০ বছর পর পৃথিবীর চিত্র ঠিক কেমন হবে?
ভূত ও ভবিষ্যৎ (Time Travel)
অতীত জানার লোকের সংখ্যা হাতে গোনা থাকলেও নিজের ভবিষ্যৎ (Time Travel) সম্পর্কে বেশিরভাগ মানুষ জানতে চান। ভবিষ্যতের কথা ভেবেই মানুষ সঞ্চয় করেন। ভালো জামাটা তুলে রাখেন সযত্নে। পছন্দের খাবারের কিছুটা অংশ ঢাকা দিয়ে রাখেন। যে ভবিষ্যৎ সম্পর্কে আসলে মানুষের এত ভাবনা, সেটা কি জানা সম্ভব? সেটা জানতেই তো মানুষ জ্যোতিষীর কাছে যায়। ট্যারোট কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করে। কিছু ভবিষ্যৎবাণী সত্যিও হয়। অনেকে আবার টাইম ট্রাভেলও (Time Travel) করেন।
টাইম ট্রাভেল কী? (Time Travel)
অনেক সময় সায়েন্স ফিকশনে শোনা যায়, মানুষ টাইম ট্রাভেল (Time Travel) করে কিছু বছর এগিয়ে গেছেন বা অতীতকে ঘেঁটে দেখতে গেছেন। শুনতে সহজ লাগলেও সহজভাবে কিন্তু সম্ভব নয়,আবার অসম্ভবও কিছু নয়। প্রাচীন মহাকাব্যে এই টাইম ট্রাভেলের কাহিনী একাধিকবার উল্লেখিত হয়েছে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার সমান। অর্থাৎ পৃথিবীতে যদি ১ ঘন্টা অতিবাহিত হয়, মহাবিশ্বেও তাই হবে।
টাইম ট্রাভেল ও ব্ল্যাকহোল
ব্ল্যাকহোল হল কালো রঙের একটি গহ্বর। যেখানে তারাগুলো একেবারে চুপসে গিয়ে একদম একটি বিন্দুতে এসে পৌঁছায়। যেখানে আলো প্রবেশ করলে আর বেরিয়ে আসতে পারে না। পৃথিবীর চারিপাশে যদি কেউ প্রদক্ষিণ করে আর ব্ল্যাকহোলের চারিপাশে যদি কেউ প্রদক্ষিণ করে, তবে ব্ল্যাকহোলের পাশে ভ্রমণকারীর বয়স পৃথিবী প্রদক্ষিত ব্যক্তির বয়সের তুলনায় অর্ধেক হবে। এই হোলে একবার ঢুকলে কেউ সেখান থেকে বেরোতে পারে না। কারণ এর মহাকর্ষ বল খুব বেশি।
আরও পড়ুন: Dog Bathing Tips: শীতের দিনেও স্নান করান পোষ্যকে, মেনে চলুন কয়েকটি বিষয়
গল্প হলেও সত্যি?
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এমন একজন ব্যক্তি ভাইরাল হয়েছেন, তিনি বলছেন তিনি নাকি টাইম ট্রাভেল করে এসেছেন। এক গোপন অভিযান করে নাকি তিনি ৩০০০ বছর আগের পৃথিবী দেখে ফিরে এসেছেন। ভাইরাল ভিডিওটিতে ওই ব্যক্তির মুখ দেখা না গেলেও অনেক দর্শকই ওনার কথা বিশ্বাস করেছেন।
কী দেখেছেন উনি?
সেই ব্যক্তির মতে ৩০০০ বছর আগের পৃথিবীর সমস্ত বাড়িঘর সম্পূর্ণ কাঠের ছিল, চারিপাশে ঘন-জঙ্গল ছিল। তাছাড়া তিনি নাকি ৫০০০ সালের পৃথিবীও স্বচক্ষে দেখে এসেছেন। তিনি দাবি করেছেন, আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরটি সম্পূর্ণ জলের তলায় চলে যাবে।