ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের মরসুমে স্নান করতে কাতর প্রায় সবাই। তবে শীতের দিনেও স্নান করাটা প্রত্যেকের অবশ্যই জরুরি। এবং জরুরি নিজের পোষ্যকেও স্নান করানো(Dog Bathing Tips)। কুকুরের গায়ে অনেক সময় সংক্রমণ ঘটে। যা সব থেকে বেশি দেখা যায় শীতের সময়েই। তাছাড়া পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েও স্নান করানো দরকার তাদের। নিজের পোষ্যকে স্নান করাতে গেলে কী কী মাথায় রাখা দরকার?
কী বলছেন পশু চিকিৎসকেরা? (Dog Bathing Tips)
পশু চিকিৎসকেরা বলছেন, কুকুরের শরীরে ব্যাক্টেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণ হয়। তাই স্বাস্থ্যের কথা ভেবেই শীতের মরসুমে পোষ্যকে স্নান(Dog Bathing Tips) করানো জরুরি। কিন্তু পোষ্যকে স্নান করাতে গেলে সুবিধা-অসুবিধা দু’টি দিকই থাকে। সারমেয়র জন্য কোনটি ভাল, কোনটি মন্দ, জলের তাপমাত্রা কতটা হওয়া বাঞ্ছনীয়, সে সব কিন্তু জানা দরকার। না হলে সারমেয়র অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও হবে কম।
জলের তাপমাত্রা ঠিক রাখা জরুরি (Dog Bathing Tips)
কুকুরের শরীরের তাপমাত্রা মানুষের চেয়ে একটু বেশি হয়। তাই তার জন্য জল গরম হওয়া জরুরি। তবে, তা যেন ফুটন্ত গরম না হয়। পোষ্যকে স্নান(Dog Bathing Tips) করানোর আগে হাত দিয়ে দেখে নেওয়া দরকার, জলের তাপমাত্রা কী রকম রয়েছে। হিমশীতল জলে পোষ্যকে স্নান করালে তার ঠান্ডা লেগে যেতে পারে। তাই জলের তাপমাত্রা ঠিক রাখা জরুরি।
স্নানের জন্য বিছিয়ে দিন ম্যাট
ছোট কুকুর হলে বেসিন বা ছোট গামলায় স্নান করানো যেতে পারে। কিন্তু বড় কুকুর হলে স্নানঘরে হ্যান্ড শাওয়ারে স্নান(Dog Bathing Tips) করাতে পারেন। তবে সাবান এবং জলের ব্যবহারে স্নানঘরের মেঝে পিচ্ছিল হয়ে গেলে পোষ্য পা হড়কে পড়ে যেতে পারে। তাই কোনো ম্যাট বিছিয়ে দিন যাতে সে না পড়ে যায়।
আরও পড়ুন:NASA: নাসার ইনস্টাগ্রাম পেজে স্যান্ডহিল সারস নিয়ে আকর্ষণীয় পোস্ট
স্নান শেষে রাখুন রোদে
স্নানের সময় আলদা ভাবে থাবা, কান পরিষ্কার করা দরকার। অনেক সারমেয় মুখে জল দিলে অস্বস্তি বোধ করে। সে ক্ষেত্রে কুকুরের মুখ ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া যেতে পারে। স্নানের পরেই কুকুরের শরীর তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া জরুরি। স্নানের পর রোদে রাখুন তাকে কিছুক্ষণ।
স্নানের আগে আঁচড়ে দিন লোম
বিভিন্ন প্রজাতির কুকুরের আকৃতি, লোমের ঘনত্ব, দৈর্ঘ্য ভিন্ন। পোষ্যের লোম যদি ঘন, লম্বা হয় তা হলে স্নানের আগে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। না হলে স্নানের পর লোমে জট পাকিয়ে যাবে, আঁচড়াতে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে মোটা দাড়ের চিরুনি ব্যবহার করুন।
আরও পড়ুন:Secret Of Success: মেনে চলুন ছোট্ট কিছু টিপস, আজীবন পাবেন সাফল্যের স্বাদ…
ব্যবহার করুন সঠিক শ্যাম্পু
সঠিক শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই খুব জরুরি। মানুষের যেমন বিভিন্ন রাসায়নিক এবং উপাদানে অ্যালার্জি থাকে, কুকুরেরও থাকতে পারে। তেমন কোনও উপাদান শ্যাম্পুতে থাকলে পোষ্য অসুস্থ হয়ে পড়তে পারে। গায়ে সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে জলে গুলে তা পোষ্যের শরীরে ব্যবহার করুন। স্নানের পর কন্ডিশনার ব্যবহার জরুরি। এতে তাদের লোম মসৃণ ও সুন্দর থাকবে।
মাসে কতবার করাবেন স্নান?
গরমের সময়ে পোষ্যকে স্নান করালে সে কিছুটা স্বস্তি পায়। তবে শীতের দিনে স্বস্তির জন্য না হোক, পরিচ্ছন্নতার দিকে নজর রেখে সারমেয়কে স্নান করানো জরুরি। পোষ্য কুকুরের শরীরের অনেক সময় বিশ্রী গন্ধ হয়, তা ছাড়া তাদের লোমে ময়লা, নোংরা লেগে যায়। তাই অন্তত মাসে একটি দিন বা দুদিন নিজের পোষ্যকে স্নান করান।