ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধর্মতলার ঐতিহাসিক শহিদ স্মরণ দিবসের মঞ্চে (TMC 21 July Rally) এ বছরও ছিল চেনা ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে টলিউডের তারকা সমাবেশ। স্কটল্যান্ড থেকে ফিরেই অভিনেতা ও সাংসদ দেব সরাসরি উপস্থিত হন সভামঞ্চে। কালো পোশাকে ‘শহিদ স্মরণ’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। একইভাবে ব্যস্ত পেশাগত সূচির মাঝেও সভায় হাজির হন পরিচালক-প্রশাসক রাজ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং গায়ক নচিকেতা। সাদা পোশাকে এসেছিলেন রাজ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষের মতো তৃণমূল ঘনিষ্ঠ তারকারাও।
দিদির ডাকে সাড়া (TMC 21 July Rally)
এক সময় যাঁরা ‘দিদি’র পাশে দাঁড়িয়ে রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ (TMC 21 July Rally) করেছিলেন, আবার ভিন্ন পথ বেছে নিয়েছিলেন, তাঁদেরও দেখা গেল এ বছরের ২১ জুলাইয়ের মঞ্চে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র, ভরত কল ২০১৯ সালের পর যাঁরা বিজেপির পতাকাতলে নাম লিখিয়েছিলেন, এখন আবার ফিরে এসেছেন তৃণমূল শিবিরে। এদের মধ্যে শ্রাবন্তী ২০২১ সালে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে হেরেছিলেন। সে হারের পর রাজনীতির মাঠ থেকে কিছুটা সরে থাকলেও, এবার তাঁকেও দেখা গেল দিদির ডাকে সাড়া দিতে।
‘ঘর ওয়াপসি’ (TMC 21 July Rally)
এই ‘ঘর ওয়াপসি’-র মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য নাম (TMC 21 July Rally) রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে তিনি অভিযোগ করেছিলেন, টলিউডে লবিংয়ের কারণে কাজ পাচ্ছেন না। কিন্তু এখন সব ভুলে তিনি আবার ফিরে এসেছেন ঘরে। তিনি জানিয়েছেন, ‘‘মনোমালিন্য মুছে গিয়েছে, এখন মুক্ত শ্বাস নিতে পারছি।’’
রাজনীতিতে নতুন মুখ?
এত তারকার উপস্থিতি স্বাভাবিকভাবেই জল্পনা উস্কে দিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কি নতুন করে তারকা মুখদের রাজনীতিতে আনতে চাইছে? বিশেষ করে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় যখন একাধিক তারকার নাম বিশেষভাবে উঠে আসে শতাব্দী, রচনা, শুভশ্রী এবং শ্রাবন্তী তখন তা নেহাত কাকতালীয় বলে অনেকেই মানতে নারাজ।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের বক্তব্যে ভাষা-সম্মান রক্ষার কথা বলেন, বলেন, ‘‘বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ মেনে নেওয়া যায় না।’’ সেই সুরে সুর মেলান বিধায়ক কাঞ্চন মল্লিকও। ২১ জুলাইয়ের মঞ্চ তাই শুধু শহিদদের স্মরণ নয়, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ তৈরির আভাসও বটে বলেই মনে করছেন অনেকে। টলিউডের হালফিল রাজনীতিকদের মুখ দেখে মনে হচ্ছে, ২০২৬-এর আগে অনেক নাটকীয় মোড় আসতে চলেছে বাংলার রাজনীতিতে।