ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য ও কেন্দ্রীয় শাসক দল তৃণমূল ও বিজেপি-এর মধ্যে একাধিক বার সেটিং (TMC-BJP Understanding) তত্ত্ব সামনে এসেছে। এমনকি সিপিআইএম-এর একাধিক নেতা নেত্রীরা অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে রয়েছে সেটিং! এবার এই প্রসঙ্গে সরাসরি জবাব দিলেন বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল।
তৃণমূল আঞ্চলিক দল (TMC-BJP Understanding)
আমাদের বিশেষ অনুষ্ঠান ‘নীতি নির্ণয় না দুর্নীতি?’-তে এসে বিজেপি মুখপাত্র রুবি মন্ডল একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল। ওঁদের এখন সর্বভারতীয় দলের মর্যাদা টুকুও নেই। ওঁদের সাথে বিজেপিকে তুলনা করা চলে না (TMC-BJP Understanding)। বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল আরও বলেন, তৃণমূল একটি আঞ্চলিক দল হওয়ায় তাদের খুব বেশি গুরুত্ব নেই সর্বভারতীয় ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস শুধু মাত্র এই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ।
তৃণমূলে সঙ্গে সেটিং (TMC-BJP Understanding)
তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং (TMC-BJP Understanding) নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল। তিনি আমাদের “নীতি নির্ণয় না দুর্নীতি?” অনুষ্ঠানে এসে বলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং সিপিআইএম-এর দেওয়া তত্ত্ব। সেই তত্ত্ব বার বার প্রচার হচ্ছে। কিন্তু এই তত্ত্ব একেবারেই সত্য নয়। তিনি বলেন, তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলের সঙ্গে আমরা কেন সেটিং করবো? তিনি বলেন এই সব সিপিএম সবাইকে বোঝাচ্ছে যাতে তাঁরা একটু আলোচনায় আসতে পারে। তিনি এই অনুষ্ঠানেই তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং করলে কী হবে সেই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ঠিক কী বলেছেন জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আরও পড়ুন: Doctors Dharna Kolkata: শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি, ৩১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভে ডাক্তাররা
বিজেপির প্রধান বিরোধী
বিজেপি মুখপাত্র রুবি মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যে আপনাদের প্রধান রাজনৈতিক বিরোধী কারা? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এরাজ্যে বিজেপির প্রধান রাজনৈতিক বিরোধী অবশ্যই তৃণমূল কংগ্রেস। তবে তাদের সর্বভারতীয় ক্ষেত্রে কোন গুরুত্ব নেই। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক রাজনৈতিক দল। পাল্টা রুবি মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল, সিপিএম নয় কেন? তিনি বলেন, সিপিএম এখন শূন্য। এই জন্য এরাজ্যে সিপিএম কে খুব বেশি গুরুত্ব দিতে চাননি তিনি।
আরও পড়ুন: Bangladesh Crisis: মমতার ‘শান্তি বাহিনী’ প্রস্তাবে সহমত চিন্ময় প্রভুর আইনজীবী
কেন সেটিং নেই
বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল বলেন, আমরাই প্রথম অভয়া হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম। সিপিএম কিন্তু পদত্যাগ চায়নি। তাহলে কী করে বলছে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করেছে! এই সবই সিপিএম আলোচনায় আসার জন্য বলছে। এরই সঙ্গে আমাদের ‘নীতি নির্ণয় না দুর্নীতি?’ অনুষ্ঠানে এসে বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল আর জি কর প্রসঙ্গে একাধিক অভিযোগ জানিয়েছেন।