ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিঙ্গ সমতা-নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন। ভারতের অবস্থিত নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পেয়েছেন তিনি0।
সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২২ নভেম্বর ৬ দিন ধরে চলা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিশ্বে নারীর ক্ষমতায়ন ও তাঁদের সমানাধিকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরওয়ে পার্লামেন্ট ও প্রশাসনের শীর্ষ কর্তারা।
এখানে তুলে ধরা হবে নারীর অধিকার রক্ষায় সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচিগুলিকে। আর এমন একটি অনুষ্ঠানে বাংলার প্রতিনিধি হিসেবে অভিষেকের আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: https://tribetv.in/philosophy-professor-of-jadavpur-university-lost-his-life-mysteriously/
বাংলা তথা গোটা দেশে নারী ক্ষমতায়ণের অন্যতম পথিকৃৎ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দেশের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও তিনি। মহিলাদের জন্য একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের জায়গা করে দিতে বার বার সক্রিয় হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: https://tribetv.in/call-for-a-vote-boycott-before-by-elections-at-taldangra/
সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলা থেকে জয়ী ২৯ জন সাংসদের মধ্যে ১১ জনই মহিলা, শতাংশের বিচারে যা প্রায় ৩৮%। শুধু তাই নয়, দেশের মধ্যে কোনও রাজ্য থেকে এই সংখ্যাটা সর্বাধিক। রাজ্যের নারী ক্ষমতায়নের এমন অসামান্য নজিরের মাঝে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত অনুষ্ঠানে আমন্ত্রণ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।