ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানসিক হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক (TMC News) শওকত মোল্লা। বলেন, ”কেন্দ্রের যারা বিজেপি নেতারা আছেন তাঁদেরকে বলব, পশ্চিমবাংলায় ভালো মেডিকেল হাসপাতালে এই দুজনের অন্তত কিছুদিনের জন্য ট্রিটমেন্ট করা ভালো।”
‘শুক্রবার ভাঙরের রাজনৈতিক কর্মীসভায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে একযোগে আক্রমণ করেন শওকত মোল্লা (TMC News)। আরও বলেন, ”সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মানসিক সাইকো পেসেন্ট হয়ে গেছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে এদের রোগটা সারবে না।”
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তোপ দেগে বলেন, ”আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে। তোমার যারা কর্মীরা আছে তারা জঙ্গিপনা করেনি। কোর্টে যাবে যাও আমার বিরুদ্ধে কোনও আপত্তি নাই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো, একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।”
আরও পড়ুন: https://tribetv.in/saumitra-khan-facebook-live-tough-talk-to-party-workers/
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন (TMC News)। ভাঙড় কলেজের মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূল (TMC News) কংগ্রেসের একাধিক নেতা-কর্মীরা।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-worker-allegedly-lost-his-life-at-nandigram-areas/
এদিন কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC News) বিধায়ক শওকত মোল্লা। যদিও এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব। তাঁরা বলেন, ”কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব।”