ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাজারো প্রতিকূলতার মধ্যেও নিজের ইচ্ছাশক্তি, অদম্য জেদের কারণেই আদিবাসী অধ্যুষিত গ্রামের মেয়ে আনিসা তপ্ন বাংলার হয়ে কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে জাতীয় স্তরে পাড়ি দিচ্ছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আনিসা তপ্ন। ছোট থেকে স্কুলের হোস্টেলেই থাকে আনিসা। পঞ্চম শ্রেণি থেকেই স্কুলের শিক্ষিকাদের কাছে কবাডি খেলার প্রশিক্ষণ নিয়েছিল আদিবাসী ছাত্রী। স্কুলের ছাত্রীর এমন সাফল্যে খুশি গোটা স্কুল।
প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে স্কুলের হোস্টেলে থেকেই কবাডি প্রশিক্ষণ। জেলাস্তরে খেলে এবার অনুর্ধ্ব ১৪ বেঙ্গল গার্লস কবাডি টিমে সুযোগ পেলেন বালুরঘাটের নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আনিসা তপ্ন। এবারে বাংলার হয়ে জাতীয় স্তরে খেলবে ওই ছাত্রী। স্কুলের তরফে তো বটেই, জেলার বিভিন্ন খেলাধূলার সংগঠন থেকে সংবর্ধনায় ভরিয়ে দিচ্ছে সপ্তম শ্রেণির আনিসাকে। আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কবাডিতে খেতাব অর্জন করাই একমাত্র লক্ষ্য আদিবাসী পরিবারের ওই ছাত্রীর।
আরও পড়ুন: ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ, জালিয়াতিকাণ্ডে ধৃত আরও ৬
আরও পড়ুন:মদ খেয়ে বাড়ি ফিরে গৃহবধূদের ওপর অত্যাচার! প্রতিবাদে বিক্ষোভে শতাধিক প্রমিলাবাহিনী
স্কুলের তরফে জানা গিয়েছে, আনিসার বাবার নাম অমল তপ্ন। পেশায় কৃষক। বাড়ি কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রামে। আদিবাসী পরিবারের ওই ছাত্রী পঞ্চম শ্রেণি থেকেই স্কুলের শিক্ষিকাদের কাছে কবাডি খেলার প্রশিক্ষণ নিয়েছিল। গতবছরও ওই ছাত্রী জেলাস্তরে খেলে। কিন্তু রাজ্যের টিমে সুযোগ পায়নি। এবার গত অক্টোবর মাসে কলকাতার ডায়মন্ড হারবারে ইন্টার ডিস্ট্রিক্ট কবাডি খেলায় অংশ নেয়। সেই খেলাতেই সুযোগ পায় আনিসা। বিষয়টি জানাজানি হতেই খুশির আবহ স্কুলে। এদিন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস-এর তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়।