ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ন্যাশনাল ক্রাশ হয়ে বিপদে পড়েছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri) । হাতে কাজ পেয়েও কাজ হারিয়ে ফেলছেন। তবে কি বেশি জনপ্রিয়তা পাওয়াটাই কাল হল? নাকি তৃপ্তি তাঁর আগের ঘরানার ছবির স্নিগ্ধতাটাই হারিয়ে ফেললেন? ছবি নির্মাতারা ঠিক কী মনে করছেন?
তৃপ্তির হাতছাড়া নতুন কাজ (Tripti Dimri)
‘অ্যানিম্যাল’ ছবির খাতিরে রাতারাতি ন্যাশনাল ক্রাশের তকমা পেলেও সেই খ্যাতি যেন জৌলুস হারাচ্ছে (Tripti Dimri)। তৃপ্তি দিমরির হাতছাড়া হয়ে যাচ্ছে নতুন নতুন কাজ। তাঁর বদলে ছবিতে নেওয়া হচ্ছে নতুন নায়িকাকে। বলিউডের অন্দরমহলের রটনা বলছে, তৃপ্তি ‘আশিকি ৩’ এর কাজটা হাতছাড়া করে ফেললেন। তৃপ্তির বদলে নতুন নায়িকা কে হবেন জানেন? গুঞ্জন বলছেন, তিনি আর কেউ নন। কার্তিক আরিয়ানের প্রাক্তন প্রেমিকা।
তৃপ্তির পরিবর্তে সারা আলি খান (Tripti Dimri)
১৯৯০ সালের মুক্তি পেয়েছিল ‘আশিকি’ ছবি। নয়ের দশকের সেই ‘আশিকি’ গান আজও মানুষ ভোলেনি। সেই নস্টালজিয়া আবার ফিরে আসে ২০১৩ সালে ‘আশিকি ২’তে। সেই ছবিটিও বক্স অফিসে ঝড় তোলে। এবার আসছে ‘আশিকি ৩’। শোনা গিয়েছিল, কার্তিক আরিয়ানের সঙ্গে এখানে জুটি বাঁধবেন তৃপ্তি (Tripti Dimri)। কিন্তু নির্মাতাদের মনে হচ্ছে, এই ছবির নায়িকার চরিত্রের জন্য তৃপ্তির ইমেজ বড্ড যেন বেশি সাহসী। অথচ এক্ষেত্রে দরকার ছিল স্নিগ্ধ সৌন্দর্য। তাই এই ছবিতে নায়িকা হিসেবে বেছে নেওয়া হচ্ছে সারা আলি খানকে (Sara Ali Khan)। একসময় বলিপাড়ায় তুমুল চর্চা ছিল, সারা এবং কার্তিকের অফস্ক্রিন রোমান্স নিয়ে। মাঝে এও শোনা গিয়েছিল, দুই তারকার সম্পর্ক ভেঙে গিয়েছে। এবার আশা করা হচ্ছে, এই তারকা জুটি দর্শকের মন পাবে।
আরও পড়ুন: Binodiini: রুক্মিণীর মধ্যে ভর করেছে দেব, বিনোদিনীর ট্রেলার লঞ্চে অভিনেত্রীর চোখে জল
তৃপ্তির জীবন বদলে দিয়েছে অ্যানিম্যাল
সম্প্রতি তৃপ্তি তকমা পেয়েছেন, অত্যধিক সাহসী বলে। যার জেরে তিনি কয়েকটা ছবি থেকে বাদও পড়েছেন। এটা যেমন ঠিক। তবে এটাও অস্বীকার করা যাবে না, অভিনেত্রীর জীবন একদম বদলে দিয়েছে অ্যানিম্যাল ছবি। এই ছবির জন্য একদিকে যেমন তিনি প্রশংসিত হয়েছেন, অপরদিকে সমালোচিত হয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্য নিয়ে তাঁকে এখনও পর্যন্ত সমালোচিত হতে হচ্ছে।
আরও পড়ুন: Debleena Dutta: “ভয় পেয়ে কাজ করব না”! জাস্টিস চেয়ে সংকটে দেবলীনা
সহ অভিনেতা হিসেবে রণবীর কেমন?
প্রসঙ্গত, অ্যানিম্যাল ছবির শুটিং চলাকালীন, তৃপ্তির আরেকটি ছবির শুটিং চলছিল। দুটো ছবির পাশাপাশি শুটিং চালাতে গিয়ে, তৃপ্তি ভীষণ চাপে পড়ে যান। কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না। একসময় তিনি চিন্তায় কেঁদে ফেলেন। তখনই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন রণবীর। পরে তৃপ্তি বলেছিলেন, সহ অভিনেতা হিসেবে রণবীর ভরসাযোগ্য।