ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্লিকের (Klikk) হাস্য কৌতুকে ভরপুর মেগা সিরিজ বাড়ুজ্জে ফ্যামিলির (Barujjye Family) নতুন চমক (Tumpa Ghosh)। এই শুক্রবার নতুন মজাদার এপিসোড ‘অরুণ বরুণ কিরণমালা’। আগামী কয়েক সপ্তাহে নতুন এপিসোডগুলোয় এন্ট্রি নিচ্ছেন আরও এক ঝাঁক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম আকর্ষণ অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh) ।
কিরণমালা চরিত্রে টুম্পা (Tumpa Ghosh)
এর আগে অভিনেত্রী টুম্পা ঘোষকে (Tumpa Ghosh) একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে। শ্যামা, রাগে অনুরাগে, অগ্নিজল ইত্যাদি মেগার জন্য টুম্পা বেশ পরিচিত। এবার তাঁকে দেখা যাবে মজার চরিত্রে। একজন মানসিক ভাবে বিভ্রান্ত বিচিত্র চরিত্র , নাম কিরণমালা। সে হঠাৎ করে একদিন ধুমকেতুর মতো উদয় হয় প্রধান চরিত্র বিধানের বাড়িতে। গল্পে নতুন মোড় নেয় যখন, মেয়ের অনুসন্ধানে ধাওয়া করে চলে আসে তার উদগ্রীব বাবা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ ব্যানার্জি। তার পরে কোন দিকে এগোবে গল্প? কোন মজার কাণ্ডকারখানা হতে চলেছে? সেই কাহিনি রয়েছে বাড়ুজ্জে ফ্যামিলিতে। টুম্পা ঘোষ ছাড়াও রয়েছে আরও চমক। বাড়ুজ্জে ফ্যামিলিতে আগমন হচ্ছে এবার এক দারুণ হাস্যকর প্রতিবেশী। আয়ারাপ্পা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জীব সরকারকে। এছাড়াও সাথে রয়েছে সৌম্যদিপ্ত সাহা ওরফে লাড্ডু।
জনপ্রিয়তা লাভ (Tumpa Ghosh)
প্রসঙ্গত, মেগা সিরিয়ালের আদলে তৈরি এই মেগা সিরিজ ইতিমধ্যেই অগুনতি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে (Tumpa Ghosh)। প্রতি শুক্রবার দেখা যাচ্ছে হাস্য কৌতুকে ভরপুর নতুন একটা এপিসোড।
আরও পড়ুন: Pori Moni: পরীমনির বাড়িতে পুলিশ! অভিনেত্রী বললেন “আমার শাস্তি পাওয়া উচিত”?
নির্দেশকের বক্তব্য
নির্দেশক সৌমাল্য ভট্টাচার্যের বক্তব্য, “খোশ মেজাজের হাসির ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহে প্রস্তুত নতুন চমকদার কন্টেন্ট। এই ধারাবাহিকতা গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ধরে রাখতে পেরেছি বলেই, দর্শকদের এত স্নেহ ভালোবাসা পেয়েছি আমরা। আমরা আপ্লুত ও দর্শকদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আমাদের সৃজনশীল প্রযোজক মশাই শান্তনু চট্টোপাধ্যায়কে। যিনি এই অক্লান্ত পরিশ্রমে রোজ সামিল হয়ে সাহস জুগিয়ে চলেছেন, নিত্য নতুন আইডিয়া দিচ্ছেন এবং আমাদের লেখক সঞ্জয় ভট্টাচার্যের সাথে লিখছেনও। আগাগোড়া যারা আস্থা রেখেছেন পরিবারের গুরুজনের মতো, নতুন ধারার মেগা সিরিজের দিগন্তকে আরও প্রসারিত করেছেন তাঁরা হলেন ক্লিকের কর্ণধার অভয় ও নীরজ তাঁতিয়া। ফ্রেশ কন্টেন্ট মাথায় রেখে চিত্রনাট্যের গুণমান সমৃদ্ধ করতে নিত্য নতুন ভালো চরিত্রাভিনেতা নিয়ে আসছি।”
আরও পড়ুন: Ananya Biswas: “আমি সম্পর্ক মেনটেইন করতে পারি না”, কেন বললেন অনন্যা?
গল্পের কেন্দ্রে মধ্যবিত্ত বাড়ুজ্জ্যে পরিবার
এই মেগা সিরিজ মূলত একটি করে মজাদার কমেডি এপিসোড, ধারাবাহিক ভাবে প্রতি সপ্তাহে দেখানো শুরু হয়েছে। সিরিজটি কলকাতার মধ্যবিত্ত বাড়ুজ্জ্যে পরিবারকে কেন্দ্র করে। এই পরিবার দক্ষিণ কলকাতার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বসবাস করেন। প্রতিটি এপিসোড মজার ছলে তাদের দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরে। প্রতিটি এপিসোড একটি নতুন সমস্যার সাথে শুরু হয় এবং শেষে তা সমাধান হয়। যা দর্শকদের জন্য প্রতি সপ্তাহে নতুন এবং মজাদার গল্প উপস্থাপন করে।