ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। সেখানেই নাকি নতুন নায়িকা হিসাবে এন্ট্রি নেওয়ার কথা ছিল অভিনেত্রী টুম্পা ঘোষের (Tumpa Ghosh)। তবে তিনি কবে এন্ট্রি নিচ্ছেন? কোন চরিত্রে ফিরবেন? এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল দর্শক থেকে শুরু করে অনুরাগীদের মনে। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য কথা!
অপু আর্যর মাঝে তৃতীয় ব্যক্তি! (Tumpa Ghosh)
বর্তমানে ‘চিরদিনই যে তুমি আমার’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে সে ক্ষেত্রে অনুরাগীদের অনেকেই মনে করছেন, এবার এন্ট্রি নিতে পারে, আর্য রায়ের প্রথম স্ত্রী (Tumpa Ghosh)। অর্থাৎ অপু আর আর্যর মাঝে এন্ট্রি নিচ্ছেন তৃতীয় ব্যক্তি। আর্য সিংহ রায়ের স্ত্রী কে হবেন? কিছুদিন আগে টলিপাড়ার গুঞ্জন বলছিল, আর্য অর্থাৎ পর্দায় জিতু কমলের (Jitu Kamal) স্ত্রী হিসাবে দেখা যাবে টুম্পা ঘোষকে (Tumpa Ghosh)। কিন্তু এক সাক্ষাৎকারে টুম্পা ঘোষ সব সত্যিটা বললেন। কী বললেন তিনি?
সবটাই গুঞ্জন (Tumpa Ghosh)
ইতিমধ্যেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি জনপ্রিয়তার শিখরে উঠেছে। এটি মূলত অসমবয়সীর প্রেমের গল্প। আর্য চরিত্র দেখে দর্শক বুঝেই নিয়েছে, সম্পর্কে তার ভয় রয়েছে। শোনা যাচ্ছে, এবার আর্যর প্রথম স্ত্রীর এন্ট্রি নেবেন (Tumpa Ghosh)। আর এ প্রসঙ্গে অভিনেত্রী টুম্পা ঘোষের কথা জানা যায়। তিনি নাকি প্রাক্তন স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু তা নয়। জানা যাচ্ছে, হয়ত তাঁকে ভাবা হয়েছিল । কিন্তু তিনি ওই চরিত্রে অভিনয় করবেন না। এ বিষয়ে অভিনেত্রীর কাছে, কোনও ফোন যায়নি। গীতা এলএলবি ধরাবাহিকের তরফ থেকে টুম্পার সাথে যোগাযোগ করা হয়েছিল।
আরও পড়ুন: Sidhu Interview: সৌজন্য হারাচ্ছে টলিউড! সিনেমায় গান গেয়েও প্রিমিয়ারে কেন ব্রাত্য সিধু?
গল্পে নতুন মোড়
ধারাবাহিকে জিতু দিতিপ্রিয়ার জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। দিনে দিনে বেড়ে চলেছে তাঁদের জনপ্রিয়তা। প্রতিটা পর্বেই থাকে চমক। ধারাবাহিকের গল্প অনুযায়ী আর্য অপু কাছাকাছি। আর এই সময়ই তাদের মধ্যে দূরত্ব বাড়াতে তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে। অর্থাৎ ত্রিকোণ প্রেমের গল্প। যদিও পুরোটাই অনুমান। গল্প মোড় কি হবে বা কোন দিকে যাবে তা দেখতে ধারাবাহিক দেখতে হবে।
আরও পড়ুন: Anindita Raychaudhury: সুখের সময়ে পিতৃহারা সুদীপ সরকার, কী হয়েছিল? জানালেন অনিন্দিতা
অনুরাগীরা মিস করবে জিতু-টুম্পা জুটি!
আপাতত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন না অভিনেত্রী টুম্পা ঘোষ। তবে ধারাবাহিকের গল্প যেদিকে মোড় নিচ্ছে, তাতে তৃতীয় ব্যক্তি হিসেবে আর্য ও অপুর মাঝে আসতে চলেছে কেউ। কিন্তু কোন অভিনেত্রী আসছেন তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত বলা যায়, জিতু কমলের বিপরীতে টুম্পা ঘোষকে দেখা গিয়েছিল ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে। অর্থাৎ বলা যায় জিতু টুম্পার জুটির অনুরাগীরা এবারেও মিস করবে। আপাতত স্পষ্ট যে টুম্পা ঘোষ ফিরছেন না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।