ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তরুণের স্বপ্ন প্রকল্পে এবার পুরুলিয়াতেও ট্যাবের টাকা চুরি! টাকা ঢুকলো ভিন জেলার অ্যাকাউন্টে। ঘটনাস্থল পুরুলিয়ার জঙ্গলমহলের বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ট্যাবের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে।
পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ট্যাবের টাকা পাওয়ার তালিকা যাচাই করতে গিয়ে দেখে একই ঘটনা ঘটেছে আরও দুই পড়ুয়ার। সাধারণভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। কীভাবে বা অন্য অ্যাকাউন্টে ঢুকলো টাকা! বিষয়টি নিয়ে ব্যাংক সহ একাধিক জায়গায় যোগাযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই তিনজন পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢোকে। তবে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভিন্ন দফতরকে জানিয়েছেন। পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
শুধু পুরুলিয়ায় নয় ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে দুর্গাপুরের মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দিরের। এই উচ্চ বিদ্যালয়ে ১৪৯ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার কথা ছিল। কিন্তু তার মধ্যে পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি, এমনই অভিযোগ পান মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। তারপরেই বিষয়টি নিয়ে জেলার মুখ্য শিক্ষা অধিকারীকের আছে অভিযোগ করেন।
আরও পড়ুন: https://tribetv.in/sukanta-majumdar-is-shocked-by-the-election-commission/
সাইবার প্রতারণার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয় সেখান থেকে। তবে কার অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। দ্রুত পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে বলেও জানানো হয়েছে। প্রধান শিক্ষক শম্ভুলাল সাহা বলেন, ”জেলা শিক্ষা দফতর ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের স্কুলের ও পাঁচজন পড়ুয়ার অ্যাকাউন্টে দ্রুত টাকা ঢুকে যাবে।”
আরও পড়ুন: https://tribetv.in/anit-thapa-will-be-new-chairman-of-gta-board/
অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারি মামলায় উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ফের ২ জন গ্রেফতার। জানা গিয়েছে, কলকাতা পুলিশের একটি দল এসে মঙ্গলবার চোপড়া থানার দাসপাড়া এলাকা থেকে শরিফুল ইসলাম ও কৃষ্ণ পদ বর্মন নামে দুজনকে গ্রেফতার করে।