ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি আরজি কর মামলার (RG Kar Murder Case)। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে রাজ্য ও সিবিআই-এর করা জোড়া মামলার শুনানি।
একদিকে রাজ্যের তরফে করা আবেদনের ভিত্তিতে রয়েছে মামলার শুনানি, যেখানে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, সিবিআইয়ের তরফে আরজি কর মামলায় নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে আবেদন করা হয়েছে। একদিকে, যখন আজ রাজ্যের এই মামলা করার একতিয়ার নিয়ে শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। তখন, সঞ্জয়ের নতুন আইনজীবীর তরফেও তোলা হবে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি ICDS সুপারভাইজার নিয়োগে কাটল জট, সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ
‘বিচার’ ছিনিয়ে আনতে শুনানিতে থাকবেন নির্যাতিতার মা-বাবা (Sanjay Roy)
এই মামলায় গত শুনানিতে নির্যাতিতার পরিবারকে যুক্ত করতে রাজ্যকে বলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। ফলে সোমবার একইসঙ্গে শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। সব কিছু নিয়েই আজ বিভিন্ন পক্ষের কথা শোনার কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবারের হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই। আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় (Sanjay Roy) কি একাই জড়িত? নাকি আরও কেউ বা কারা এই অপরাধে যুক্ত? যতবার যে আদালতেই মামলা উঠছে, ততবার এই প্রশ্নেরই উত্তর পাওয়ার আশায় তাকিয়ে রয়েছে সব মহল। জুনিয়র ডাক্তাররা রাজ্যের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত ৯ অগাস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠে। চিকিৎসকদের প্রতিবাদের ডাকে তিলোত্তমার বিচারের দাবিতে রাত জাগেন সকলেই। শুধুমাত্র কলকাতা নয়, বঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যায় প্রতিবাদের আঁচ। প্রথমে এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে সঞ্জয় রায়কে।
আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআইও। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা।