ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ডাকু মহারাজ’ (Daaku Maharaaj) ছবিতে যখন উর্বশী রাউতেলার (Urvashi Rautela) ছবি নিয়ে নানান বিতর্ক, তখন তিনি দিলেন বিয়ের (Marriage) ইঙ্গিত। এখন বলিউডে (Bollywood ) বিয়ের মরশুম। আর সেই ফাঁকেই কিনা উর্বশী বিয়েটা সেরে নিতে চাইছেন! এমনটাই বলছে গুঞ্জন। আর পাত্র কিন্তু যে সে কেউ নন। নেট প্রভাবশালী ওরি (Orry)। যার সাথে একটা ছবি তুলতে বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা মুখিয়ে থাকেন। তবে কি ওরিকেই মন দিলেন উর্বশী রাউতেলা?
ওরির দুর্দান্ত লুক (Urvashi Rautela)
সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদর জৈন এবং আলেখা আডবাণী। কপূর পরিবারের বিয়ে বলে কথা। অনুষ্ঠান ছিল তারকা খচিত। সেখানে দেখা গিয়েছে, নেট প্রভাবশালী ওরিকেও (Urvashi Rautela)। পরনে সাদা প্যান্ট, সাথে লাল কুর্তা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, পাওয়া গেল বিয়ের ইঙ্গিত।
বিয়ের কথা বললেন উর্বশী (Urvashi Rautela)
ওরি তাঁর ওই দুর্দান্ত লুকের ছবি পোস্ট করতেই, তাঁর অনুরাগী থেকে শুরু করে বলিউডের বহু খ্যাতনামা সেই সাজের প্রশংসা করেছেন। সেই তালিকায় রয়েছেন, অভিনেত্রী ঊর্বশীও (Urvashi Rautela)। উর্বশী শুধু প্রশংসাই করেননি, বরং কমেন্টে গিয়ে ওরির বিয়ে নিয়ে লেখেন “তোমার বিয়েতে যোগ দেয়ার জন্য তর সইছে না”। এতটুকু ঠিক ছিল। কিন্তু এর জবাবে ওরি যে কথা বলেছেন, তাতেই বলিউডে জোর শোরগোল পড়ে গিয়েছে। আসলে ওরি লিখেছেন “আমাদের”। অর্থাৎ কোথাও কি ওরি ইঙ্গিত দিতে চাইলেন, তাঁদের দুজনের বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না? মায়ানগরী জুড়ে সেই জল্পনাই চলছে। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওরি ও উর্বশী রাউতেলা। যদিও এই বিষয়ে এখনও পোক্ত কোনও তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন: Tamannaah Bhatia: মহাকুম্ভে সাধিকার বেশে তামান্না, লড়াই করবেন অশুভ শক্তির বিরুদ্ধে!
ফুরফুরে মেজাজে অভিনেত্রী
সম্প্রতি বেশ বিতর্কে জড়িয়েছেন উর্বশী রাউতেলা। ‘ডাকু মহারাজ’ ছবিতে বর্ষিয়ান অভিনেতা নন্দমুরি বলিকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানের নাচের দৃশ্যই যেমন ভাইরাল হয়েছিল, তেমনিই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। অবশেষে উর্বশী অভিনীত সমস্ত দৃশ্য ওই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই বিতর্কিত নাচের সুবাদেই কিন্তু ছবিটি মুক্তির আগেই প্রায় ১৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। বলিপাড়ার গুঞ্জন বলছেন, তাঁর অভিনীত সমস্ত দৃশ্য ছবি থেকে বাদ পড়ায় ঊর্বশীর মন খারাপ হওয়া তো দূর, বরং বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। দুবাই গিয়ে দেখেছেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ।
আরও পড়ুন: Farah Khan: “হোলি ছাপরিদের উৎসব!”, বিতর্কিত মন্তব্যের জেরে কাঠগড়ায় ফারহা খান
বিয়ের জন্য সময় নিচ্ছেন উর্বশী
গত বছরের নভেম্বরে উর্বশী নিজেই বলেছিলেন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তাঁর খুব একটা ভালো দশা চলছে না। আগামী আড়াই বছর তিনি বিয়ে করবেন না। বিয়ের জন্য সময় নিচ্ছেন। আপাতত সময়ই বলবে, ওরির সঙ্গে উর্বশী বিয়ের পিঁড়িতে বসবেন, নাকি বসবেন না ।