ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে (US On Pahalgam)। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। চিন ও আমেরিকা — উভয়েই সন্ত্রাসবাদবিরোধী বার্তা দিলেও কৌশলগতভাবে কিছু পার্থক্য স্পষ্ট।
পাকিস্তানের দাবিকে সমর্থন চিনের (US On Pahalgam)
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন (US On Pahalgam)। আলোচনায় ওয়াং ই জানান, পহেলগাঁও হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পাকিস্তানের দাবিকে বেজিং সমর্থন করে। পাশাপাশি, চিন দুই দেশকেই সংযম বজায় রাখার বার্তা দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানায়। চিনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ এই খবর নিশ্চিত করেছে।
সন্ত্রাসবিরোধী বার্তা আমেরিকার (US On Pahalgam)
একই দিনে আমেরিকার তরফ থেকেও সন্ত্রাসবিরোধী দৃঢ় বার্তা দেওয়া হয় (US On Pahalgam)। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র রয়টার্সকে ইমেলের মাধ্যমে জানান, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা করছে আমেরিকা এবং এই বিষয়ে তারা ভারতের পাশে আছে। মুখপাত্র বলেন, “এটা ক্রমবর্ধমান পরিস্থিতি। আমেরিকা উভয়পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে নিতে উৎসাহিত করছে।” একই সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও (JD Vance) ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

চিন ও আমেরিকা এক সুরে (US On Pahalgam)
চিন-আমেরিকার সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ (US On Pahalgam)। ট্রাম্প (Donald J. Trump) প্রশাসনের নতুন শুল্কনীতির জেরে দু’দেশের সম্পর্কে যখন টানাপড়েন চলছে, তখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য কমাতে আমেরিকার অন্যতম ভরসা হয়ে উঠেছে ভারত। তা সত্ত্বেও, পহেলগাঁও হামলার প্রশ্নে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই শক্তিধর দেশ — চিন ও আমেরিকা — একত্রে কথা বলেছে।অন্যদিকে, পাকিস্তান শুরু থেকেই পহেলগাঁও হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসলামাবাদ বরং দাবি করেছে, ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই নয়াদিল্লি তাদের দোষারোপ করছে। পাকিস্তান ইতিমধ্যে চিন, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলির কাছে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে, যেখানে চিন প্রকাশ্যে তাদের সমর্থন দিয়েছে।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত (US On Pahalgam)
পহেলগাঁও হামলার জেরে ভারত (Narendra Modi) একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। সিন্ধু নদীর জলবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে, যা পাকিস্তানের কৃষি নির্ভরশীলতার জন্য বড় ধাক্কা। পাল্টা হিসাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপড়েন আরও বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলছে।

আমেরিকা সরাসরি ভারতের সমর্থন (US On Pahalgam)
বিশ্লেষকদের মতে, পহেলগাঁও হামলার পরে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া দেখায়, সন্ত্রাসবাদ ইস্যুতে এখন আর কেউ প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াতে চাইছে না। তবে কৌশলগত কারণে চিন নিরপেক্ষ তদন্তের দাবিতে পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছে, আর আমেরিকা সরাসরি ভারতের প্রতি সমর্থন জানিয়ে পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধানে উৎসাহিত করছে।