Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরে আবহাওয়া অনুকূলে ফিরতেই ফের শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi Yatra)। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার থেকেই বহু প্রতীক্ষিত এই যাত্রায় পা বাড়াতে পারবেন ভক্তরা। গত অগস্টে ভয়াবহ বৃষ্টি ও পরপর ধসের কারণে নিরাপত্তার স্বার্থে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল।
২৬ অগস্টের ভয়ঙ্কর ধস (Vaishno Devi Yatra)
২৬ অগস্ট অর্ধকুমারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়াবহ ধস নামে(Vaishno Devi Yatra)। পাহাড়ি পাথর ও কাদামাটির তলায় চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ৩৪ জনের। আহত হন বহু পুণ্যার্থী। সেই ঘটনার পরেই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বৈষ্ণোদেবী মন্দির বোর্ড। দুর্ঘটনার পর থেকে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়, যা পুণ্যার্থীদের যাত্রায় সরাসরি প্রভাব ফেলেছিল।
নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব(Vaishno Devi Yatra)
প্রশাসন জানায়, দুর্ঘটনার পর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে যাত্রা স্থগিত রাখা হয়েছিল(Vaishno Devi Yatra)। মন্দির কমিটি স্পষ্ট করে জানিয়েছিল, পরিস্থিতির উন্নতি না হলে যাত্রা শুরু হবে না। ভারী বৃষ্টির ফলে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় ধস নামে, যার প্রভাব পড়ে বৈষ্ণোদেবীর যাত্রাপথে। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন কোনওরকম ঝুঁকি নিতে রাজি হয়নি।

আরও পড়ুন : Russia Ukraine War : রুশ দখলদারিত্বের বিরুদ্ধে প্রত্যাঘাত করলো ইউক্রেন সেনা
রাস্তা মেরামত ও পুনর্গঠন
ধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কসহ যাত্রাপথের একাধিক অংশ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মেরামতির ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্গঠন ও সাফাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পথ পরিষ্কার এবং যাত্রীদের যাত্রার জন্য নিরাপদ বলে জানানো হয়েছে।
ভক্তদের প্রত্যাশা ও আস্থা(Vaishno Devi Yatra)
দুই সপ্তাহ স্থগিত থাকার পর যাত্রা ফের শুরু হওয়ার ঘোষণায় ভক্তদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, দুর্ঘটনার অন্ধকার স্মৃতি কাটিয়ে ফের দেবীর আশীর্বাদ পেতে পারবেন তারা। যাত্রার আগে থেকেই পুণ্যার্থীরা জম্মুতে পৌঁছতে শুরু করেছেন। হোটেল ও লজগুলিতেও ভিড় বাড়ছে।
আরও পড়ুন : Ukraine Drone Attack : ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ তেল বন্দর! নজরে রাশিয়ার তেল বাণিজ্য ?
আবহাওয়ার উন্নতিতে নতুন আশার আলো(Vaishno Devi Yatra)
মৌসম দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ক’দিনে জম্মু-কাশ্মীরের আবহাওয়া অনুকূলে থাকবে(Vaishno Devi Yatra)। ফলে যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। প্রশাসনও যথাযথ নিরাপত্তা ও মেডিকেল ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে।
প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত বৈষ্ণোদেবী দর্শনে যান। এবারের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পর যাত্রা ফের শুরু হওয়া শুধুমাত্র ভক্তদের ধর্মীয় অনুভূতিকে নতুন মাত্রা দেবে না, প্রশাসনের জন্যও তা হবে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে এই যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা এখন সবার লক্ষ্য।