ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিউমেরোলজির হিসেব অনুসারে ২০২৫-এর মূলাঙ্ক ৯। ৯ হল মঙ্গলের সংখ্যা(Vastu Tips 3)। তাই এই বছর মঙ্গলের প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। মঙ্গল কোষ্ঠীতে ভালো অবস্থানে থাকলে এই বছর লাল গ্রহের প্রভাব বড় উন্নতি করতে পারবেন। কিন্তু মঙ্গল দুর্বল স্থানে থাকলে জীবনে একের পর এক বিপদ নেমে আসবে বলে জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্র। বৈদিক জ্যোতিষে মঙ্গল হল সেনাপতি গ্রহ। এই গ্রহের অশুভ প্রভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মঙ্গলের সঙ্গে সম্পর্কিত কয়েকটি জিনিস রাখলে মঙ্গলের দোষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে পারে। জেনে নিন মঙ্গলের দোষ দূর করতে বাড়িতে কোন কোন জিনিস রাখবেন।
তামা (Vastu Tips 3)
তামা হল মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত ধাতু(Vastu Tips 3)। মঙ্গলের দোষ কাটাতে তামার ব্রেসলেট পরতে পারেন। এর ফলে রক্ত সম্পর্কিত কোনও অসুখ থাকলে তা সেরে যাবে। তামার জিনিস ব্যবহার করলে আত্মবিশ্বাস ও সাহস বাড়ে। প্রতি মঙ্গলবার তামার সামগ্রী দান করলে লাভবান হবেন বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।
মাটি (Vastu Tips 3)
মঙ্গলকে ধরিত্রীর পুত্র বলে মনে করা হয়(Vastu Tips 3)। পুরাণ অনুসারে মাটি দিয়ে তৈরি বা মাটিতে উৎপন্ন হয় এমন সব জিনিসে মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গলবারে মাটির পাত্র দান করলে মঙ্গলের অশুভ প্রভাব কাটে। যাঁরা চট করে মাথা গরম করে ফেলেন, তাঁদের জন্য মাটির পাত্র থেকে জল খাওয়া শুভ। বাড়িতে মাটির পাত্র রাখাও শুভ ফলদায়ী।
আরও পড়ুন:Lucky Zodiac Signs: ৪ গ্রহের স্থান পরিবর্তন ফেব্রুয়ারি মাসে, সাফল্য আসবে এই ৫ রাশির
বার্লি
শস্যদানা বার্লি হল মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত(Vastu Tips 3)। বার্লি খেলে এনার্জি বাড়ে। বাড়িতে সমৃদ্ধি ও শান্তির জন্য প্রতি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে বাড়িতে যজ্ঞ করে বার্লি নিবেদন করুন। এর ফলে পজ়িটিভ এনার্জি বাড়বে। এছাড়াও ছোলাও মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত শস্য।
আরও পড়ুন:Horoscope of 24th January: বিশাখা নক্ষত্র জীবনে নিয়ে আসবে সুখ, ধৈর্য্যই বলবে শেষ কথা
গুড়
গুড় হল মঙ্গলের সঙ্গে সম্পর্কিত বস্তু। মঙ্গলের দোষ কাটাতে নিয়মিত গুড় খাওয়া জরুরি। রোজ একটু গুড় খেলে আপনার শক্তি বাড়বে। এছাড়া গোরু ও বাঁদরকে গুড় মাখানো রুটি খাওয়ালেও মঙ্গলের শুভ প্রভাব পাওয়া যায়। নিয়মিত গুড় খেলে অনেক অসুখ-বিসুখও সেরে যায়।
লাল রং
লাল হল মঙ্গলের রং। তাই মঙ্গলের আশীর্বাদ পেতে নিজের দৈনন্দিন প্রয়োজনের সামগ্রীতে লাল রং বেশি করে রাখুন। লাল রঙের জামাকাপড় বেশি করে পরুন। লাল রং বেশি ব্যবহার করলে মঙ্গলের আশীর্বাদ আপনার ওপর থাকবে।