Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে ভারতের তারকা তরুণ বৈভব সূর্যবংশী (Vibhav breaks record) দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে ১৪৩ রান করে, সূর্যবংশী যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছেন।
আইপিএল থেকে আন্তর্জাতিক মঞ্চে উত্থান (Vibhav breaks record)
ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সুর্যবংশী যেন ঝড় তুলেছে বিশ্ব ক্রিকেটে (Vibhav breaks record)। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেকের পর থেকেই নজর কাড়ছে তার পারফরম্যান্স। মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজে সেই ফর্ম ধরে রেখে গড়ল এক নতুন কীর্তি—যুব ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
দুরন্ত ফর্মে সুর্যবংশী (Vibhav breaks record)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে রয়েছে বৈভব (Vibhav breaks record)। প্রথম দুই ম্যাচেই ৪০-এর উপরে রান করার পর, তৃতীয় ম্যাচে মাত্র ৩১ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেছিল সে। চতুর্থ ম্যাচে সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেল এই ১৪ বছরের বিস্ময় প্রতিভা। ৫ জুলাই, উরচেস্টারের কাউন্টি গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নামে বৈভব। অধিনায়ক আয়ুষ মতরের মাত্র ৫ রানে আউট হয়ে যাওয়ার পর, দলের হাল ধরে একাই খেলে যায় অনবদ্য ইনিংস। ৭৮ বলে ১৪৩ রান তোলে সে। তার সেঞ্চুরি আসে মাত্র ৫২ বলে, যা যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম।
আরও পড়ুন: Vaughan prediction for Gill: এবার টেস্ট গড় ৪৫ ছাড়াবেন গিল, ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও নিজের দখলে
সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি, বৈভব আরও একটি রেকর্ড গড়েছে। মাত্র ১৪ বছর ১০০ দিনের মাথায় সেঞ্চুরি করে, সে হয়ে উঠল যুব ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। এই রেকর্ড আগে ছিল নাজমুল হোসেন শান্তর দখলে, যিনি ২০০৯ সালে ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
মালহোত্রার দুর্দান্ত ইনিংস
বৈভবের পাশাপাশি ভিহান মালহোত্রাও দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সে ১২১ বলে ১২৯ রান করে। দু’জনের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ভারত অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে যায় ৩৩০ রানের উপরে। এই দুর্দান্ত ফর্ম ও ইতিহাস গড়া ইনিংস নিশ্চিতভাবেই বৈভব সুর্যবংশীর উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিচ্ছে। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে এই বিস্ময় প্রতিভার দিকে।