ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ‘মায়ের শহর’। আর সেখানেই আরজি কর (R G Kar)-এর মতো ঘৃণ্য ঘটনা। হতবাক বলিউড অভিনেত্রী (Bollywood Actress) বিদ্যা বালান (Vidya Balan)। তিনি বিশ্বাসই করতে পারছেন না। ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবির বড় অংশের শুটিং হয়েছে কলকাতায় ( Kolkata)। দীপাবলিতে (Deepavali) মুক্তি পেতে চলেছে ছবিটি।
কলকাতায় কার্তিক
কয়েক মাস আগেই এই ছবির মুখ্য অভিনেতা কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখা গিয়েছিল হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে ভিক্টোরিয়া (Victoria) চত্বরে। সোমবার ছবির প্রচারে কলকাতায় আসে ভুলভুলাইয়া টিম। যেখানে কার্তিক এবং বিদ্যা বালান দুজনকেই দেখা যায় কালো পোশাকে। শুধু তাই নয়, এই ছবিতে বাড়তি আকর্ষণ এক ঝাঁক বাঙালি অভিনেতা। যার মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)।
আনন্দে ভাঁটা
বর্তমানে আরজি কর কান্ডের আবহে কলকাতায় আনন্দের উৎসবে একটু ভাঁটা পড়েছে। অধিকাংশ মানুষের মন ভীষণ খারাপ। গোটা দেশ কেঁপে উঠেছে আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণী খুনের ধর্ষণ এবং খুনের ঘটনা দেখে। একই বিষয়ে উঠে এল, বিদ্যা বালানের (Vidya Balan) মুখেও।
কী বললেন বিদ্যা বালান (Vidya Balan)
অভিনেত্রী কলকাতায় এসে বললেন, “পশ্চিমবঙ্গের কলকাতা এমন একটা জায়গা, শুধু মুখে বলে নয়, বরং এখানে যথাযথভাবে নারীদের সম্মান দেওয়া হয়। সেই জায়গায় যখন এমন ঘটনা ঘটল, আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। যে এখানে এমন হতে পারে”।
মায়ের শহর কলকাতা
আরজিকর কান্ডে অভিনেত্রী রীতিমত অবাক। তিনি কলকাতাকে উল্লেখ করলেন মায়ের শহর বলে। এর আগেও যে কোনও বড় অনুষ্ঠান কিংবা পুজোতে বহুবার বিদ্যা বালানকে কলকাতায় আসতে দেখা গিয়েছে। কখনও বা ছবির প্রচারেও এসেছেন। কলকাতার প্রতি যে তার একটা আলাদা টান রয়েছে, ভালবাসা রয়েছে, সেই অভিব্যক্তির কথা তিনি বারংবার বলেছেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। আরজি কর কাণ্ড যে তাকেও নাড়িয়ে দিয়েছে, সেটা তিনি অকপটে স্বীকার করলেন।
আরও পড়ুন: Kanchan Mullick: কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক আরিয়ান, বলিউডে বাঙালির বড় চমক
অভিনেত্রীর প্রিয় শহর (Vidya Balan)
কলকাতা অভিনেত্রীর বরাবরই বড্ড প্রিয় একটা শহর। এই শহরেই তার প্রথম সিনেমার কাজ। বাংলাতেও তিনি বেশ ভালোই স্বচ্ছল। বাংলার সঙ্গে বলতে পারেন, তার প্রাণের টান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, তিনি হতবাক এবং আতঙ্কিত। তার কথায়, “দীর্ঘদিন আমার কলকাতায় আসা যাওয়া। যতবার এসেছি ভালবাসায় পেয়েছি। এটা মায়ের শহর। মায়ের শহরের এমন ঘটনার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। আমার কাছে এ ঘটনা খুব বড় ধাক্কা। কতটা আঘাত পেয়েছি তা বোঝাতে পারবো না”।
মুক্তি পাচ্ছে নতুন ছবি
এই দীপাবলিতে অর্থাৎ শুক্রবারই মুক্তি পাচ্ছে বিদ্যা বালান আর কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’। বিদ্যা বালানকে যেখানে প্রায় ১৭ বছর পর আবার দেখা যাবে মঞ্জুলিকা চরিত্রে। সেই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বাংলাতেই। এমনকি কার্তিককেও শেখালেন বাংলা।