ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্পষ্টতা থেকে আইপিএল স্পটলাইট পর্যন্ত, মালাপ্পুরমের ২৩ বছর বয়সী এই খেলোয়াড় এমআই বনাম সিএসকে ম্যাচে শিরোনামে এসেছিলেন (Vignesh Puthur)। রহিত শর্মাকে বিশ্রাম দিয়ে তাঁকে খেলান হয়। সম্মান রেখেছেন পুত্থুর।
মুম্বাই ইন্ডিয়ান্সের চমক, রোহিত শর্মার বদলে এলেন ভিগনেশ পুত্থুর (Vignesh Puthur)
চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মার বদলে ভিগনেশ পুত্থুরকে (Vignesh Puthur) ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই সিদ্ধান্ত অনেকেরই কল্পনার বাইরে ছিল। ২৩ বছর বয়সি এই বাঁ-হাতি রিস্ট স্পিনার কেরালার মালাপ্পুরাম থেকে এসেছেন। তিনি কেরালার সিনিয়র দলে কখনও খেলেননি। অথচ, তার অভিষেক ঘটল আইপিএলের অন্যতম বড় দ্বৈরথে।
অচেনা পথ থেকে আইপিএলে জায়গা (Vignesh Puthur)
পুত্থুরের (Vignesh Puthur) ক্রিকেট-জীবন একেবারেই গতানুগতিক নয়। তিনি কেরালার স্থানীয় ক্রিকেট থেকে উঠে এসেছেন। প্রথম নজরে আসেন কেরালা ক্রিকেট লিগে (KCL) আলাপ্পুঝা রিপলস-এর হয়ে খেলতে গিয়ে। সেই প্রতিযোগিতায় মাত্র দুই ম্যাচে তিনটি উইকেট নেন। তবে, মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটরা তার ‘চায়নাম্যান’ বল করার দক্ষতা এবং বৈচিত্র্য দেখে মুগ্ধ হন।
এরপর তাকে টানা তিনবার ট্রায়ালের সুযোগ দেওয়া হয়। সেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বড় বড় তারকাদের বিরুদ্ধে বল করেন, কোচদের কড়া নজরদারির মধ্যে।
আইপিএলে সুযোগ পাওয়ার অবিশ্বাস্য কাহিনি
পুত্থুরের আইপিএলে আসার পথ সহজ ছিল না। তার বাবা অটোচালক, মা গৃহবধূ। তার কোনও সিনিয়র ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা ছিল না। তাই, তিনি আইপিএল নিলামের কোনো প্রত্যাশাই করেননি। নিলামের দিন তিনি টিভি বন্ধ করে রেখেছিলেন। কিন্তু, পরে অবাক হয়ে জানতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে।
আরও পড়ুন: Ashutosh Calls Shikhar: ক্রিকেট থেকে বহু দূরে! তবু এখনো প্রাসঙ্গিক শিখর ধাওয়ান
শৈশব থেকে ক্রিকেটে হাতেখড়ি
পুত্থুর মাত্র ১১ বছর বয়সে বাঁ-হাতি রিস্ট স্পিন শেখা শুরু করেন। পরে মালাপ্পুরাম জেলা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন এবং কেরালার অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেন। তবে, তিনি সিনিয়র দলে সুযোগ পাননি। তাই, তিনি পেরিনথালমান্নার ‘জলি রোভার্স’ ক্লাবের হয়ে খেলতে থাকেন এবং নিজের দক্ষতা আরও উন্নত করেন, একেবারে ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে। তিনি কুলদীপ যাদবকে অনুপ্রেরণা হিসেবে মানেন। তবে, তার নিজস্ব এক বিশেষ বোলিং অ্যাকশন তৈরি হয়েছে।
আইপিএলে তার বড় সুযোগ
পুত্থুরের ভাগ্য বদলায় তখন, যখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের তারকাদের নেটে বল করার সুযোগ পান। হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালো পারফর্ম করায় ফ্র্যাঞ্চাইজি তাকে আইপিএলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: Rishabh Pant: পন্থের স্টাম্পিং মিস এবং ০ রানের দাম ২ কোটি টাকা!
অভিষেকেই বাজিমাত
রবিবার সেই ঝুঁকি সফল হয়। রোহিত শর্মার বদলে পুত্থুরকে মাঠে নামানো হয়। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ হেরে যায়, তবে পুত্থুর ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এই পারফরম্যান্স মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটিং সিস্টেমের সাফল্যের প্রমাণ হয়ে উঠল। রোহিত শর্মা এবং তার দলের জন্য এটি ছিল একমাত্র আশার আলো।