Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যখন ওয়ার ২ (War 2) এর নতুন প্রোমো মুক্তি পেল , তখন ইঁদুর দৌড়ের উত্তেজনা যেন বাস্তবে নেমে এল। প্রোমোর প্রতিটি মুহূর্তে, প্রতিটি ফ্রেমে ঝাঁপিয়ে পড়েছে অ্যাকশন, সাহসিকতা আর অপ্রতিরোধ্য উত্তেজনা। হৃতিক রোশন (Hrithik Roshan) এবং জুনিয়র এন.টি.আর.(N.T. Rama Rao Jr.) দুই সুপারস্টার, দু’দিক দিয়ে একদম ভিন্ন । প্রতিটি মুহূর্তে টক্কর দিতে চলেছে একে অপরকে। আর সেই দৃশ্যই যেন মুগ্ধ দৃষ্টিতে দর্শক দেখছে।
নেট দুনিয়ায় ঝড় (War 2)
যশরাজ ফিল্মস প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ ছবির প্রোমো প্রকাশ্যে (War 2) আসতেই , নেট দুনিয়ায় ঝড় উঠেছে। ছবিতে দেখানো হয়েছে হৃত্বিক ও জুনিয়ার এনটিআর এর (Hrithik-N. T. Rama Rao Jr.) চরিত্রকে। মেজর কবীর ধলিউয়াল এবং বিক্রম মুখোমুখি, যেখানে সারাজীবনের স্মরণীয় সেই লড়াইয়ের প্রতিশ্রুতি ভেসে উঠছে। দর্শকরা টিকিট কাটা শুরু করেছেন, যেন সিনেমা না হলে চলবে না। দর্শকের মনে ছবি নিয়ে যেন নতুন আবেগ জেগে উঠছে। শুধুমাত্র হিন্দি ভাষায় দেশের ৫০০০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘ওয়ার ২’ ।
এই উত্তেজনা শুধু হৃত্বিক ও এনটিআর এর লড়াইয়ে সীমাবদ্ধ নয়। ‘জানাবে আলি’ গানে হৃতিক আর এন.টি.আর-এর ডান্স মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দর্শকরা মুগ্ধ, প্রতিটি মুহূর্তে নাচ, অ্যাকশন আর উত্তেজনার এক নতুন উদযাপন করা হচ্ছে।
প্রশংসা মূলক বার্তা (War 2)
প্রোমোর অন্য একটি বিশেষ মুহূর্ত ছিল হৃত্বিকের (War 2) প্রশংসা। ‘ওয়ার ২’ তে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হৃত্বিক জানিয়েছেন, জুনিয়র এন.টি.আরকে দেখতে দেখতে শিখেছেন , এক-টেকে ফাইনাল-টেকে পারফরম্যান্স দেওয়া। হৃত্বিকের এমন প্রশংসাসূচক কথাই যেন আরও তীব্র আবেগ সৃষ্টি করেছে ছবিটির প্রতি। মনে হবে , ছবিটির প্রতিটি দৃশ্যেই রয়েছে নতুন নতুন ঝলক।
নিরাপত্তা প্রয়োজন
হায়দরাবাদে প্রি-রিলিজ ইভেন্ট ছিল এক চমৎকার মুহূর্ত। মানুষ ভিড় জমিয়েছে, পতাকা তুলেছে, ভিডিও, ফটো আর সোশ্যাল মিডিয়ার বন্যায় শহর যেন কেঁপে উঠেছে। নিরাপত্তা সামলাতে প্রয়োজন পড়েছে ১২০০ পুলিশ, ড্রোন, ব্যারিকেড। আর এ সবকিছুই যেন ছবির প্রতি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: Rajshekhar Basu: বাংলা ভাষাকে আগলে রাখার লড়াই, গুরুত্বপূর্ণ ভূমিকায় টলিউড!
বাদ পড়া দৃশ্য
এই প্রোমো শুধু ট্রেলার নয়, এক অনুভূতি। এক যৌথ উত্তেজনা যা ছবিকে সাফল্যর দিকে এগিয়ে দিয়েছে। ‘ওয়ার ২’ শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয় , পাশাপাশি তামিল,তেলেগু, মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে। তবে ছবিটি মুক্তির কয়েকদিন আগে ছবির কিছু দৃশ্যে কাটছাঁট করেছে সেন্সর বোর্ড। শোনা গিয়েছে, কিয়ারা আডবাণীর বিকিকিনি পড়া দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এখন অপেক্ষায় দর্শক কতটা ভালোবাসা দেয় ‘ওয়ার ২’কে।