ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বাংলাই বিশ্বের শীর্ষে। বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে এই দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে সরস মেলা। এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে এদিন বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এদিন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।”এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, ভোটের সময় বড় বড় কথা বলে গেলেও পাহাড়ের উন্নয়নে প্রাপ্য টাকাও আটকে রেখেছে কেন্দ্র।
আরও পড়ুন:https://tribetv.in/wb-cm-mamata-banerjee-ask-for-vote-upcoming-byelection-2024/
পাহাড়ের সঙ্গে তাঁর আত্মীয়তা বোঝাতে পরিবারের সদস্যর সঙ্গে পাহাড়ের মেয়ের বিয়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমার তো আপনাদের সঙ্গে আত্মীয়তা রয়েইছে। শুধু ভোটের জন্য আসি না, পাহাড়কে আমি ভালবাসি। তাই বারে বারে ছুটে আসি।” জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: https://tribetv.in/massive-fire-at-south-kolkata/
আগামী দিনে পাহাড়ে জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপার দলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একসঙ্গে চলবেন বলেও এদিন ম্যালে দাঁড়িয়ে স্পষ্ট সেই বার্তায় দিয়েছেন তিনি।