ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমতের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিলেন সহযোগিতার বার্তা। বৃহস্পতিবারই বিধানসভায় সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
পড়শি দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নির্যাতন লাগাতার বাড়ছে। প্রতিবাদে সরব এপার বাংলাও। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে উত্তাল দুই বাংলা। এ নিয়ে প্রথমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “যে কোনো ধর্মের উপর আঘাত এলেই আমি তার প্রতিবাদ করি। সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন। আমি ইসকনের প্রধানের সঙ্গে দুবার ফোনে কথা বলেছি।”
আরও পড়ুন: https://tribetv.in/main-accused-in-malda-tab-scam-arrested-by-police/
বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব বিরোধী দল বিজেপিও। কিন্তু বাংলাদেশে এখনও কার্যত অরাজকতার পরিস্থিতি। হাসিনা বিদায়ের পর থেকেই সেখানকার সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতন, নিপীড়ন বেড়েই চলেছে। সাম্প্রতিক কিছু ঘটনায় নির্যাতন মাত্রাছাড়া হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারও যেন মুসলিম মৌলবাদীদের পাশে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের উপর জারি করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা।
আরও পড়ুন: https://tribetv.in/corruption-charges-against-raiganj-university-vc/
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তথা চিন্ময় প্রভুকে জেলে পোরা হয়েছে। চট্টগ্রাম থেকে সনাতন ধর্মের আরেক সন্ন্যাসী স্বরূপ দাশকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায় চলছে সংখ্যালঘু নিপীড়ন। প্রতিবাদে পথে নেমেছেন সনাতনীরা। ইউনূস সরকারের ধর্মান্ধতার মানসিকতায় বন্ধ ইসকনের বিভিন্ন অফিসও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভা থেকে কেন্দ্রের পাশে থেকে সবরকম সহযোগিতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।