ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই ভ্যাপসা গরমে (Weather Report) নাজেহাল ছিলেন শহরের মানুষ। কিন্তু দুপুরের পরে ঝেঁপে বৃষ্টি নামার কারণে স্বস্তি মিলেছে। বৃষ্টি হওয়ায় বাতাস এখন তুলনামূলক ঠান্ডা ও শীতল। এ বছর মৌসুমি বায়ু উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার প্রবেশের কোনও নিশ্চিত পূর্বাভাস নেই। মাঝেমধ্যে ঝড়বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম এখনো বেশ কিছু জায়গায় বিরাজ করছে।
চলতি সপ্তাহে মৌসুমি বায়ু আবার সক্রিয় (Weather Report)
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে মৌসুমি বায়ু আবার (Weather Report) সক্রিয় হতে পারে। এর ফলে শীঘ্রই দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তরবঙ্গেও এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা — পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে আজকের জন্য গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও ঝড়বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Report)
উত্তরবঙ্গে গত কয়েক দিন থেকেই বেশ (Weather Report) ঝড়বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। রবিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: Air India Plane Crash: আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, শত পুণ্যের ফল, বেঁচে গেলেন এক যাত্রী!
দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে
হাওয়া অফিস জানিয়েছে, সাধারণত জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করে। কিন্তু এবারের বর্ষার আগমন এখনও দেরিতে হচ্ছে। আগামী ১৪ জুন, শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা গতি পেতে পারে যা মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশে প্রবেশ করবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।