ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ফের বিতর্কিত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল ২৩ বছর বয়সী প্রসূতির (North Bengal Medical College Death)। পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সংক্রমিত স্যালাইন দেওয়ায় বিকল হয়ে গিয়েছিল শান্তনা রায় নামে ওই প্রসূতির কিডনি। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ বিজেপির।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Death) রোগীর মৃত্যু ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। মৃত শান্তনা রায়ের সুবিচারের দাবিতে আজ মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি মেডিকেল সুপার সঞ্জয় মল্লিকের সাথে দেখা করেন বিধায়ক।
স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও ক্ষোভ (North Bengal Medical College Death)
অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Death) স্বাস্থ্য ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসেন তারা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ ও ডায়ালাইসিস সেন্টারে পর্যাপ্ত মেশিনারি না থাকায় আরও ক্ষোভ উগড়ে দেন বিধায়ক। তিনি মেডিকেল সুপারকে অনুরোধ করেন তার তহবিল থেকে ৩৫ লক্ষ টাকা হাসপাতালকে দেওয়া হবে। যদি মেশিনারি কিনে নিয়ে আসা হয়।

তবে এ বিষয়ে মেডিকেল সুপার জানান, মেডিকেল কলেজের কল্যাণ সমিতির বৈঠকে বিধায়কের প্রস্তাব রাখা হবে। একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তবে তার কিডনি পেলেয়ার ছিল, পাশাপাশি অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল। ডায়ালিসিস প্রতিনিয়ত করা হতো। তবে গতকাল নিতে না পারায় তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট দেয়া হয়েছে। আজ সেই মৃতদের ময়নাতদন্ত করে জানা যাবে মৃত্যু সঠিক কারণ।
অন্যদিকে পরিবারের মৃতার স্বামী সঞ্জয় মাতব্বর জানান, ২৭ দিনের ছোট্ট শিশুকে রেখে তার মা এভাবে চলে গেল তাকে মানুষ করবো কি করে। বহুবার এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু কোন সমাধান পায়নি। তবে এর পিছনে যারা যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।