ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চৈত্রেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস রাজ্য। দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে বিশেষত দিনের বেলা টেকা দায়। এর মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া(Weather Update) দফতর। তারা জানিয়েছে, চৈত্রের শেষ লগ্নে রাজ্যে বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? কেমন থাকবে আবহাওয়া?
হাঁসফাঁস গরমে স্বস্তি(Weather Update)
বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। যার জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলেছে। আলিপুর আবহাওয়া(Weather Update) দফতর সূত্রের খবর, ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোথাও কোথাও হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস(Weather Update)
আলিপুর আবহাওয়া(Weather Update) দফতর সূত্রে খবর, শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।আজ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোথাও কোথাও হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে। শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গেবজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে।

আরও পড়ুন: Kalyanmoy Ganguly: কল্যাণময়ের জামিনের বিরোধিতা ইডি’র, কেন বিরোধিতা? হলফনামা তলব হাইকোর্টের
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের দু এক জায়গায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। শনিবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে।

কেমন থাকবে তাপমাত্রা?
যেহেতু বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।