ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের মাঝেই বৃষ্টির হানা দক্ষিণবঙ্গে। গতকাল ভিজেছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা (Weather Update)। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলীয় জেলায়। কোন কোন জেলা ভিজবে? কতদিন চলবে এই অকাল বৃষ্টি? পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
সবেমাত্র হালকা শীতের আমেজ অনুভব করতে শুরু করে শহর কলকাতাবাসী (Kolkata Weather)। তার মাঝেই ফের কাঁটা বৃষ্টি। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরী হয়েছে তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে রবিবারের পর আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: West Bengal News: উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য, হারানো ঐতিহ্য ফিরে পাবে বাংলা
আরও পড়ুন: West Bengal Assembly: সবজির অগ্নিমূল্যের আঁচ এবার বিধানসভায়, নওশাদের প্রশ্ন-শোভনদেবের জবাব
কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা (Weather Update Forecast)। এদিকে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। মেঘলা আকাশের কারণে খানিকটা বেড়েছে রাতের তাপমাত্রা। এখনো স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি কমলেই তাপমাত্রাও কমবে দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলাগুলিতে দ্রুত তাপমাত্রার পতন হবে । সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত। কুয়াশার প্রভাব বাড়বে উত্তরের জেলাগুলিতে।
শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে। রবিবারও দিনভর মেঘলা আকাশ। তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। সবমিলিয়ে শীতের (Winter Update) আমেজ নস্ট। এখন দেখার বৃষ্টি কমলে কি কমবে তাপমাত্রার পারদ নাকি মাঝ ডিসেম্বরেও পারদ থাকবে উর্ধ্বমুখী।