ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে অদ্ভুত দৃশ্য। রাজধানীতে সম্পন্ন হল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভের জন্য যজ্ঞ এবং আচার অনুষ্ঠান। আধ্যাত্মিক নেতা মহামন্ডেলশ্বর স্বামী বেদমুতিনন্দ সরস্বতী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিজয় লাভের জন্য করলেন এই যজ্ঞ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (US Election) মাত্র কয়েকদিন বাকি। আগামী ৫ নভেম্বর মার্কিন মুলুকের নির্বাচন। কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। আসলে কেবলই একটি দেশের নির্বাচন মাত্র নয়। আমেরিকার ভোটবাক্সে লুকিয়ে রয়েছে গোটা বিশ্বের অভিমুখ।
আরও পড়ুন: America Election 2024: আবর্জনার গাড়ি চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প
৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও রবিবার থেকেই আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। হোয়াইট হাউসের দৌড়ে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লড়াই জয়ের জন্য বদ্ধপরিকর তারা। ইতিমধ্যেই ৪১ মিলিয়নেরও বেশি আমেরিকানরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। যা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তীব্র নির্বাচনগুলির একটির মঞ্চ তৈরি করেছে।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, এবছরটা নির্বাচনের ক্ষেত্রে ‘মানব ইতিহাসের সবচেয়ে বড়’ বছর। ৭২টি দেশের ৩৭০ কোটি মানুষ এবার ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন বা নেবেন। যার মধ্যে ছিল এদেশের লোকসভা নির্বাচনও। কিন্তু মার্কিন নির্বাচন যে ভূ-রাজনৈতিক দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Modi-Xinping Photo: মোদীর সামনে হাঁটু ভেঙে বসে আত্মসমর্পণ শি জিনপিং-এর, ভাইরাল AI জেনারেটেড ফটো
যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর, মঙ্গলবার। মার্কিন সংবিধান অনুযায়ী, আমেরিকানরা মঙ্গলবার ভোট দেয়, যা নভেম্বরের প্রথম সোমবারের পরে আসে। যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন তিনি ২০২৫-এর ২০ জানুয়ারী শপথ নেবেন। তাদের শপথ থেকে শুরু করে হোয়াইট হাউসে চার বছর দায়িত্ব পালন করবেন। সর্বশেষ জনমত সমীক্ষা বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন কমলা। তার পরেও পুরুষ সমর্থকদের ভোট টানাই বিশেষ লক্ষ্য তাঁর।