ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেবল মেসেজ নয়, ইউপিআই ব্যবহার করে হোয়াট্সঅ্যাপ(WhatsApp Payment Process) থেকে টাকা পাঠানো যায়। আবার কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠানো যায়। আপনিও নিশ্চয় জানেন হোয়াট্সঅ্যাপ থেকে হতে পারেন টাকা পয়সার লেন দেন। কিন্তু অনেকেই জানেন না কীভাবে পাঠাতে হয় টাকা। কাউকে টাকা পাঠাতে হলে অথবা কেনাকাটা করতে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করতেই পারেন। জেনে নিন কীভাবে পাঠাবেন হোয়াট্সঅ্যাপের মাধ্যমে টাকা।
ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টের সাথে নাম্বার এক (WhatsApp Payment Process)
যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন, সেটিই হোয়াট্সঅ্যাপ নম্বর হতে হবে। তবেই আপনি হোয়াট্সঅ্যাপ থেকে পাঠাতে পারবেন টাকা নয়তো কোনোভাবেই সম্ভব হবেনা লেন দেন(WhatsApp Payment Process)।
‘পেমেন্টস’ অপশন (WhatsApp Payment Process)
এ বারে হোয়াট্সঅ্যাপের ডান দিকের উপরে তিনটি ডট চিহ্নতে ক্লিক করুন(WhatsApp Payment Process)। ‘পেমেন্টস’ বলে অপশন আসবে। সেখানে ক্লিক করে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন অথবা ‘সেন্ড পেমেন্ট’ অপশনে যেতে পারেন।
ভারতীয় মুদ্রার ছবি
হোয়াট্সঅ্যাপ চ্যাট থেকেও নির্দিষ্ট কাউকে টাকা পাঠাতে পারবেন। সে জন্য চ্যাটবক্সে গিয়ে ভারতীয় মুদ্রার ছবিটিতে ক্লিক করুন। এ বার ‘গেট স্টার্টেড’-এ ক্লিক করুন(WhatsApp Payment Process)।
আরও পড়ুন:Solar Electric Car: দেশে সর্বপ্রথম সৌরচালিত ইলেকট্রিক গাড়ি ‘EVA’, কত দাম? কী ফিচার?
নিয়ম ও নীতি
টাকা পাঠানোর নিয়ম ও নীতি পড়ে নিয়ে ‘অ্যাকসেপ্ট’ বোতামে ক্লিক করলেই ব্যাঙ্কের তালিকা চলে আসবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটি খুঁজে নিয়ে ক্লিক করুন। আগে ভালো করে নিয়ম নীতি পড়ে নেবেন। মনে রাখবেন এসব বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
‘এসএমএস’ ভেরিফিকেশন
এর পর ‘এসএমএস’ ভেরিফিকেশন হবে। সেটি হয়ে গেলে ব্যাঙ্কের নাম সংযুক্ত করে ডেবিট কার্ডের ভেরিফিকেশন চাইবে। তাতে সম্মতি দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ হয়ে যাবে আপনার হোয়াট্সঅ্যাপের সঙ্গে।
আরও পড়ুন:Mobile Recharge Plan: রিচার্জ শেষ হলেও কত দিন ডি-অ্যাক্টিভেট হবে না কোন সিম?
ইউপিআই পিন যাচাই
এ বার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। তার জন্য ভারতীয় মুদ্রার ছবিতে ক্লিক করে, টাকার অঙ্ক লিখে ‘নেক্সট’ ও পরে ‘সেন্ড পেমেন্ট’ করলেই টাকা চলে যাবে। আপনার কাছে ইউপিআই পিন যাচাই করার অপশনও আসবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। অর্থাৎ, আপনিই টাকা পাঠাচ্ছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্যই এই ব্যবস্থা রেখেছে হোয়াট্সঅ্যাপ।
৬০টি প্রথম শ্রেণির ব্যাঙ্কের সঙ্গে অংশীদারি
৬০টি প্রথম শ্রেণির ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিতে চলছে হোয়াট্সঅ্যাপের এই পরিষেবা। ইউপিআই লেনদেনে যাঁরা অভ্যস্ত, তাঁদের সুবিধা হবে। না হলে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। সেই অপশনও দিয়েছে হোয়াট্সঅ্যাপ। তাই এভাবে অনায়াসের আপনিও পাঠাতে পারবেন হোয়াট্সঅ্যাপের মাধ্যমে টাকা।