ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটা পোস্টার (Winkle Twinkle film) ফেসবুক পেজে শেয়ার করলেন পরিচালক। প্রচুর শেয়ার হল। অনেকে আবার সেটা নিয়ে ট্রোল করতে শুরু করলেন।
ট্রোলের কারন (Winkle Twinkle film)
কিন্তু কারণটা কী? যত দিন যাচ্ছে ততই যেন নাটক থেকে ছবি (Winkle Twinkle film) আর ওয়েব সিরিজ তৈরির সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। সম্প্রতি খেয়াল করে দেখবেন, চলতি বছরে উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’ থেকে তৈরি হয়েছে ‘অথৈ’ (Athhoi)। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’ (Talmar Romeo Juliet)। এবার সেই তালিকা নতুন নাম জুড়তে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে নাটকের নামেই ছবির নামকরণ করেছেন।
ব্রাত্য বসুর নাটক (Winkle Twinkle film)
ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’ (Winkle Twinkle) নাটকটি মঞ্চস্থ হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায়। নাটকে উঠে এসেছে ১৯৭৬ সালের রাজনৈতিক বন্দী সব্যসাচী নামক এক চরিত্র। যে হঠাৎ করেই ফিরে আসে ২০০২ সালে। বার্তা দিল সমাজ জীবনে নতুন অর্থের (Winkle Twinkle film)। এই সব্যসাচীর ছেলে ইন্দ্র, যিনি রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে বাবার সঙ্গে সহমত নন। বরং বাবার বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী।
আরও পড়ুন: Soumitrisha Kundu: নিজেই নিজেকে সিঁদুর পরালেন সৌমিতৃষা! বিয়ে করছেন কবে?
মঞ্চ থেকে সিনেমা
এই নাটকটি মূলত লেখা হয়েছে, মঞ্চের কথা মাথায় রেখে। সেই জায়গায় এটি সিনেমা তৈরিতে কোনও সমস্যা হবে না তো? এক্ষেত্রে ব্রাত্য বসুর মতে, তিনি এই ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী। তাঁর বিষয়টা ভালো লাগছে। তবে তিনি সন্দেহে আছেন। কারণ এটা একেবারেই থিয়েটারের জন্য লেখা। যদিও তিনি পরিচালক সৃজিতের ওপর ভীষণ ভরসা করেন। ব্রাত্য বসু মনে করছেন, সৃজিত তাঁর নিজের প্রতিভা দিয়ে ‘উইঙ্কল টুইঙ্কল’কে একটা স্বকীয় চলচ্চিত্র করে তুলবে।
খুশি নাটকের নির্দেশক
দেবেশ চট্টোপাধ্যায়ও ভীষণ খুশি, এটা ভেবে যে ছবি হচ্ছে। এটি এমন একটি নাটক, যার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে সময়। যদিও সেই সময়কে পরিচালক সৃজিত কিভাবে প্রেজেন্ট করবেন, সেটা দেবেশ চট্টোপাধ্যায় এখনও জানেন না। কারণ একটাই। ১৯৭৬ সাল আর ২০০২ সালের মাঝখানে একটা বড় সময়ের গ্যাপ রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক চিত্র ছবিতে বদলে যাবে। তবে তিনি বিষয়টাকে সাদরে স্বাগত জানিয়েছেন। আর তাছাড়া নাটক থেকে ছবি কিংবা ছবি থেকে নাটক, এটা নতুন নয়। সারা পৃথিবী জুড়েই এমন প্রচুর উদাহরণ রয়েছে।
আরও পড়ুন: AR Rahman: এ আর রহমান বাবার মতো! নোংরা কথার জবাব দিলেন মোহিনী
পোস্টার প্রকাশ
সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে রয়েছে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। এছাড়াও লেনিনের মূর্তি। আর তার সামনে বসে দুই ব্যক্তি। যদিও ওই দুই ব্যক্তি কে, তাদের মুখ এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে টলি পাড়ার হাওয়া বলছে, এই দুই মুখ্য চরিত্রে থাকতে পারেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই ছবির কাস্টিং নিয়ে এখনও কেউ কোনও মন্তব্য করেননি। তবে এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন বলেই মনে করছেন ছবির নির্মাতারা। ছবি নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।
কবে শুরু শুটিং?
এই মুহূর্তে শুটিং শুরু না হলেও, ২০২৫ এর জানুয়ারি মাস থেকে ছবির শুটিংয়ের কাজ শুরু হতে পারে। মূল নাটকে বাবার চরিত্রে দেখা গিয়েছিল, দেবশঙ্কর হালদারকে। আর ছেলের চরিত্রে ছিলেন রজতাভ দত্ত। এবার ছবিতে কাদেরকে দেখা যায়, সেটাই বড় টুইস্ট।