ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নভেম্বর মাস পড়ে গিয়েছে অথচ এখনও শীতের দেখা নেই! হাড়কাঁপানো ঠাণ্ডা তো দূর, উল্টে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। রোদের তেজে ঘাম ছুটে যাচ্ছে মানুষের। এই অবস্থায় সকলেরই প্রশ্ন কবে শীত কামড় বসাবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৫ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।
হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে শহর কলকাতায়ও (Kolkata Weather)। তবে এখনই জাঁকিয়ে শীত (Winter Update) পড়ার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহন্তে কমতে পারে তাপমাত্রা। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: পর্যটকদের জন্য শহরের বুকে নতুন ট্যুর ডেস্টিনেশন, খুলে গেল সোলার গম্বুজের দ্বার
আরও পড়ুন: জোকা ESI হাসপাতাল চত্বর থেকে উদ্ধার যুবকের দেহ, আত্মহত্যা না খুন? মৃত্যুর কারণ ঘিরে রহস্য
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। (Winter Update) বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আদালতের নির্দেশে রবীন্দ্র-সুভাষ সরোবরে বন্ধ ছটপুজো, গেটের সামনে ব্যারিকেড-টাঙানো ফ্লেক্স
প্রসঙ্গত, বছররের শুরু থেকেই চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও মাত্রাতিরক্ত গরম, কখনও বৃষ্টির ব্যাপক ঘাটতি, কখনও আবার অতিবৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা (west bengal weather)। কালীপুজোর ঠিক আগে আবার ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে বাংলার উপর দিয়ে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার পিছনে জলবায়ু পরিবর্তনকেই কাঠগড়ায় তুলছেন বড় অংশের আবহাওয়াবিদরা। এদিকে নভেম্বরের শুরু হয়ে গেলেও এখনও সেই অর্থে শীতের (Winter Update) দেখা নেই কলকাতায়। উল্টে তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তাতেই চিন্তায় শীতপ্রেমীরা। এখন দেখার অবস্থার পরিবর্তন কবে হয়!