Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। তার আগেই চিন্নাস্বামী থেকে ম্যাচ সরিয়ে নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Women’s World Cup)। কেন এই জায়গা বদল সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
Indian Women’s Cricket Team (Women’s World Cup)
আর কিছুদিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। ২২ গজে বিশ্ব সেরা হওয়ার লক্ষে তৈরি ভারতীয় মহিলা দল। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আগেই জানিয়েছেন তারা প্রস্তুত মাঠে নিজেদের সেরাটা দিতে। সমর্থকদের মতো তারাও অপেক্ষা করে আছেন বিশ্বকাপ জিততে। ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। তবে তার আগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Women’s World Cup)।

সরকারিভাবে বিশ্বকাপে ভারতের ম্যাচের ভেন্যু বদলের কথা ঘোষণা করা হয়েছে। আইসিসির তরফে এই বদলের কারণ অবশ্য় অযাচিতই বলা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষে জানানো হয় বেঙ্গালরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে। নবি মুম্বইয়ে পাঁচটি ম্যাচ পর্যন্ত আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে (Women’s World Cup)।

ঠিক কী কারণে চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরানো হলো ম্যাচ? সেই কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে এটা আইপিএল জয়ের পরবর্তী ঘটনার প্রভাব। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেই এই মাঠে বড় অনুষ্ঠান অয়োজনে ব্যর্থ বলে জানানো হয়েছিল। সেই কারণেই নবি মুম্বইয়ে ম্যাচ সরিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে (Women’s World Cup)।

আরও পড়ুন : Rayudu on Kohli: বাদ পড়ার জন্য রায়ডুর নিশানায় তারকা ব্যাটার, সমর্থন উথাপ্পাকে
আইসিসি প্রধান জয় শাহ এই ভেন্যু বদল সম্পর্কে বিবৃতিতে বলেন, ‘আমরা একপ্রকার বাধ্য হয়েই সূচিতে বদল আনতে বাধ্য হচ্ছি এবং ভেন্যুতেও বদল হচ্ছে। তবে এখন পাঁচটি বিশ্বমানের স্টেডিয়াম আমাদের সামনে রয়েছে, যেখানে মহিলা ক্রিকেটের সেরা ম্যাচগুলি দেখা যাবে। মঞ্চ প্রস্তুত এবং আমি নিশ্চিত এই টুর্নামেন্টের সাফল্য এক নতুন প্রজন্মের সমর্থকদের জন্ম দেবে।’
বিশ্বকাপের জন্য গত মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করেছে বোর্ড। সেই দলে জায়গা পান নি শেফালি বর্মা। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল (Women’s World Cup)