ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী মন্তব্য ও পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট। বাঁকুড়া জেলার বড়জোড়া বাজার এলাকায় এক যুবককে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে উঠবস করাল স্থানীয় বাসিন্দা (Anti India Slogan)। ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয় স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ইমরান শেখ ওরফে সম্রাট নামে পরিচিত। তাকে আজ (১২ মে) বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।
পাকিস্তানকে সমর্থন (Anti India Slogan)
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান শেখ এবং তার সঙ্গী কিছুদিন আগে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে বাঁকুড়ার বড়জোড়া বাজারে ফেরি করার জন্য এসেছিল। তবে, সেখানেই সামাজিক মাধ্যমের মাধ্যমে ভারত বিরোধী মন্তব্য ও পাকিস্তানকে সমর্থন জানিয়ে পোস্ট করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বিশেষ করে, ইমরান শেখ নিজের ফেসবুক প্রোফাইলে পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করে, যা ভারতের প্রতি অসম্মানজনক ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:Karachi Bakery: যুদ্ধবিরতির পরেও সংঘাত অব্যাহত! হায়দরাবাদের করাচি বেকারিতে ফের ভাঙচুর
এই বিষয়টি স্থানীয় বিজেপি কর্মীদের নজরে আসার পর তারা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবককে পাকিস্থানের পতাকার উপর দাঁড় করায় (Anti India Slogan)। পরে, তাকে কান ধরে উঠবোস করিয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলাতে বাধ্য করা হয়। ওই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিপাকে যুবক (Anti India Slogan)
এ ঘটনার পর, যুবককে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় (Anti India Slogan)। বড়জোড়া থানার পুলিশ রাতেই ইমরান শেখ ওরফে সম্রাটকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ১৯৭(১)(সি), ১৫২, ৩৫২ ও ৩৫৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, এই ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নানা মহলে বিতর্ক সৃষ্টি করেছে।
স্থানীয় বিজেপি নেতাদের দাবি, এমন ধরনের ভারত বিরোধী মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না এবং এটি দেশের নিরাপত্তার জন্য হানিকর হতে পারে। তারা জানান, তাদের দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনার প্রতি কোনো ধরনের সহানুভূতি বা সমর্থন নেই।
এদিকে, অভিযোগ উঠেছে যে, বিজেপি কর্মীদের হাতে যুবককে মারধর ও অপমানিত করার বিষয়টি একাধিক মানবাধিকার সংগঠন দ্বারা সমালোচিত হয়েছে (Anti India Slogan)। তারা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া একেবারেই অগ্রহণযোগ্য এবং এটি মানবাধিকারের লঙ্ঘন। তবে, বিজেপি পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এখন পুলিশ তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি নিয়ে বাঁকুড়া জেলায় উত্তেজনা চলছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে।