ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চদশ অর্থ কমিশনে (15th Finance Commission) রাজ্যের জন্য বরাদ্দ হয়েছিল ৫,১৬৬ কোটি টাকা। রাজ্যসরকার জেলা উন্নয়নে জেলা ভিত্তিক ভাগ করে দিয়েছিল সেই টাকা। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই দেখা গেল রাজ্যের ৮ টি জেলা পিছিয়ে রয়েছে সেই টাকা খরচে।
নবান্নের প্রশাসনিক সভাঘরে কী বললেন মুখ্যমন্ত্রী? (15th Finance Commission)
গত ২ রা জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক হয়েছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোনো প্রকল্প ফেলে রাখা যাবে না। সমস্ত জেলায় যে কাজ গুলো চলছিল তা চলতি অর্থ বর্ষেই শেষ করতে হবে (15th Finance Commission)। এই নির্দেশ পাঠানো হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রতিটা জেলায় জেলায়। আগামী তিন মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হয় জেলাগুলিকে। এবং কাজ কতদূর এগোলো সে বিষয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সদর দপ্তরে।
টাকা খরচে পিছিয়ে থাকা জেলাগুলি (15th Finance Commission)
নবান্ন থেকে জানা গেছে,যে জেলাগুলি এখনও খরচে অনেকটা পিছিয়ে, সেই তালিকায় রয়েছে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা রাজ্যের সমস্ত জেলার মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল । যার পরিমাণ ছিল ৫৩২ কোটি টাকা। কিন্তু জেলা প্রশাসন বরাদ্দ হওয়া ৫৩২ কোটি টাকার মধ্যে ২৫২ কোটি টাকা এখনও খরচ করতে পারেনি। মুর্শিদাবাদ জেলা পেয়েছিল ৪৯৬ কোটি টাকা। সেখানেও বাকি ২৩৭ কোটি টাকা। তবে কিছু জেলা থেকে ভালো রিপোর্টও পেয়েছে নবান্ন। যার মধ্যে কোচবিহার এবং নদিয়া জেলাকে দেওয়া টাকার বেশিরভাগটাই খরচ করেছে তারা জেলা উন্নয়নে। এই দুই জেলায় বরাদ্দকৃত অর্থের প্রায় ৮০ শতাংশই খরচ হয়েছে বলে জানা গেছে।
গত লোকসভা ভোটে মমতার প্রতিশ্রুতি
গত লোকসভা ভোটে মমতার প্রতিশ্রুতি ছিল, ভোট মিটলে আবাস যোজনার টাকা যদি কেন্দ্র না দেয়, তা হলে সেই টাকা দেবে রাজ্য। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার গত ডিসেম্বরেই বাংলার ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাস যোজনার ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে।পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) টাকা যদি রাজ্য সরকার খরচ না করতে পারে, তাহলে আগামী বরাদ্দে বাড়তি দাবি করার সুযোগ থাকবে না। তাই এই অর্থবর্ষে টাকা খরচ করা অবশ্যই জরুরী বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:Mamata Banerjee News: ‘বাংলাদেশের জেলে নির্যাতিত মৎস্যজীবীরা’, সরব মুখ্যমন্ত্রী
নব্বান্নের হিসেব অনুযায়ী কত টাকা খরচ করা হয়নি?
নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দফতরের মাধ্যমেই জেলাগুলিকে নির্মীয়মাণ প্রকল্প দ্রুত শেষ করতে হবে। নবান্ন বলছে তাদের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ২,০০০ কোটি টাকা খরচ করা হয়নি। সেই টাকা ৩১ মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই খরচ করে ফেলতে চায় নবান্ন।