ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমরণ কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সঞ্জয়ই কী একমাত্র দোষী, নাকি এর পিছনে কোনও বড় মাথা আছে? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এখনই প্রতিবাদের ঝাঁজ কমবে না বলে দাবি তুলেছেন কেউ কেউ। শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া (RG Kar Murder Case)। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন।
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে (RG Kar Murder Case)। শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। দিকে দিকে জ্বলেছে প্রতিবাদের আগুন। আন্দোলন, রাত দখলে নেমেছে মহিলারা। লালবাজার অভিযান থেকে স্বাস্থ্যভবন অভিযান, আন্দোলন, অনশন, কর্মবিরতিতে শামিল হয়েছে গোটা চিকিৎসক মহল। রাত জেগেছে গোটা বাংলা। প্রতিবাদের ঝাঁজ পড়েছিল বিনোদন জগতেও। বিচার চেয়ে পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: RG Kar Verdict News: আরজি কর-মামলায় সঞ্জয়ের আমৃত্যু কারাবাস, নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া
কী বলছে চৈতি ঘোষাল ? (RG Kar Murder Case)
সোমবার আরজি কর কাণ্ডে (RG Kar Murder Case) একমাত্র দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাসের চোখে ‘এই ঘটনা বিরলের থেকে বিরলতম নয়’। তাই মৃত্যুদণ্ড নয় সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তবে সঞ্জয়ই কী একমাত্র দোষী? নাকি এর পিছনে রয়েছে বড় কোনও হাত? মাথা চাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন। অভিনেত্রী চৈতি ঘোষালের মতে ‘এই কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়, সঞ্জয়ের সঙ্গে আরও অনেক সঞ্জয় লুকিয়ে রয়েছে’।
সঞ্জয়কে একা দোষী মানতে নারাজ সৌম্য (RG Kar Murder Case)
আরজি করে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। সঞ্জয়ের কারাদণ্ড সাজার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তিনি। তবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ও সঞ্জয়কে একা দোষী মানতে নারাজ। তিনি বলেন, ‘এই দাবি আজকের দিনে দাঁড়িয়ে শুধু আমাদের অভিনেতা-অভিনেত্রীদের নয়, এই দাবি গোটা সাধারণ মানুষের। তিলোত্তমার জন্য বিচার চেয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের প্রত্যেকের ছিল। যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছিলেন, তাদের দাবি ছিল। তারা তাদের বন্ধু এবং একজন চিকিৎসকের হত্যার (RG Kar Murder Case) ন্যায়বিচার চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড দেয়া হোক। আমরা এইরকম একটা নিদর্শন চেয়েছিলাম। এমন একটা নিদর্শন থাকবে, যেটা থেকে পরবর্তীতে আর কেউ এরকম ঘৃণ্য ঘটনা ঘটানোর সাহস পাবে না।’
সন্দীপ ঘোষের মদত রয়েছে, দাবি রুদ্রনীলের (RG Kar Murder Case)
কেন ওই রাতে সঞ্জয় হাসপাতালে ঢুকল? সঞ্জয়কে হাসপাতালে ঢুকতে দিল কে? কি কারণে সেদিন সে হাসপাতালে গিয়েছিল? সঞ্জয়ের সাজা ঘোষণায় একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সঞ্জয়ের একার দ্বারা এত বড় হত্যালীলা (RG Kar Murder Case) চালানো সম্ভব নয়। সঞ্জয়ের সাথে যারা সহযোগিতা করেছেন, এক্ষেত্রে কিছু চিকিৎসকও ছিল। এক্ষেত্রে সঞ্জয়কে একটা পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, বলেও দাবি করেছেন তিনি। সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত কিছু, সেই সন্দীপ ঘোষ হঠাৎ করে আড়াল হয়ে গেল কেন? নিশ্চয়ই সেখানে সন্দীপ ঘোষের মদত রয়েছে বলে দাবি করেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
সকলেই ভেবেছিলেন আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে। কিন্তু সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। যা নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার আরজি কর কাণ্ডের জল কতদূর গড়ায়। সামনে আসবে কি আরজি করের আরও দোষী। নাকি আমরণ জেলেই কাটবে সঞ্জয়ের জীবন। উত্তর দেবে সময়ের কাঁটা।